X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আবারও রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে আসাদ সরকার?

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৭, ০৮:৫৪আপডেট : ২৭ জুন ২০১৭, ১৩:০১
image

আবারও রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে আসাদ সরকার?

সিরিয়ায় আসাদ সরকার আবারও রাসায়নিক হামলা চালানো প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন না করার জন্য তারা সিরিয়ান সরকারকে হুশিয়ার করে দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, যদি আবার কোনও হামলা হয় তবে এর ‘চড়া মূল্য’ দিতে হবে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে এপ্রিলে রাসায়নিক হামলার আগের মতোই কিছু কাজ চোখে পড়েছে তাদের।  গত ৪ এপ্রিল তুরস্ক সীমান্ত সংলগ্ন ইদলিব প্রদেশের খান শেইখোন শহরে গ্যাস হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তখন বলা হয়েছিল, ২০১৩ সালের আগস্টে সারিন গ্যাস হামলার অভিযোগ ওঠার পর এটিই সবচেয়ে ভয়াবহ রাসায়নিক হামলা। হামলায় প্রাণহানির সংখ্যা ৮৭। আসাদবিরোধী বিদ্রোহীরা এই হামলায় সরকারী বাহিনী ও রাশিয়ার দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয়।
সোমবার আবারও রাসায়নিক হামলার শঙ্কা প্রকাশ করে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার ওই বিবৃতিতে বলেন, 'আমরা আগেই, ইরাক ও সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্যই যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। আসাদ যদি রাসায়নিক অস্ত্র দিয়ে আরও একটি গণহত্যা চালান, তাহলে তাকে এবং তার বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।'


আসাদের বিরুদ্ধে ইদলিবে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে সিরীয় সেনাসূত্র ও রুশ কর্তৃপক্ষ। হামলায় প্রাণহানির ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়। ওই হামলায় সিরিয়ার বিদ্রোহীদের দায়ী করে রাশিয়া। মস্কোর দাবি, বিদ্রোহীরা ওই রাসায়নিক গ্যাস মজুত করে রেখেছিল। সিরীয় বিমান হামলায় সেই গুদাম আক্রান্ত হলে বিস্ফোরণ ঘটে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলো সিরিয়া ও রাশিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে।

সম্ভাব্য রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করে একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হওয়ার কথা জানায়।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন