X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মানবপাচারের মার্কিন পর্যবেক্ষণ তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৭, ১৬:৩৫আপডেট : ২৮ জুন ২০১৭, ১৬:৩৫
image

মানবপাচারের মার্কিন পর্যবেক্ষণ তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি

মার্কিন সরকারের মানবপাচার সংক্রান্ত পর্যবেক্ষণ তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। তাদের ‘ট্র্যাফিকিং ইন পারসন’ শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের সাপেক্ষে বাংলাদেশের অবস্থান এক ধাপ নেমে গেছে।

যুক্তরাষ্ট্রের ‘ভিক্টিমস অব ট্র্যাফিকিং অ্যান্ড ভায়োলেন্স প্রোটেকশন অ্যাক্ট’ অনুযায়ী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়  মানবপাচার বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য প্রতি বছর পাঁচটি ধাপে টিআইপি প্রতিবেদন প্রকাশ করে থাকে। প্রতিবেদনটি মানবপাচার বিষয় মোকাবেলায় বিভিন্ন দেশের উদ্যোগ ও সক্ষমতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর ১৮৮টি দেশকে র‌্যাংকিং করে থাকে।

পাচারের শিকারদের রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণকারী দেশগুলো স্থান পায় প্রথম ধাপে (টায়ার ওয়ান)। পাচার রোধে সমস্ত উদ্যোগ না নিতে পারলেও উল্লেখযোগ্য পরিমাণে উদ্যোগ গ্রহণকারীদের স্থান হয় দ্বিতীয় ধাপে। ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ওই দ্বিতীয় ধাপে।

তবে ২০১৬ সালে এসে বাংলাদেশের অবস্থান নেমে গেছে। টায়ার টু থেকে তারা টায়ার টু’র পর্যবেক্ষণ তালিকায় স্থান পেয়েছে। মার্কিন সরকারের বিধান অনুযায়ী, যেসব দেশ মানদণ্ড অজর্নের চেষ্টা করছে কিন্তু কার্যকর ক্ষেত্রে তার পর্যাপ্ত প্রমাণ সরকরাগে ব্যর্থ হয় তারা এই তালিকায় স্থান পায়। এইসব দেশে উল্লেখযোগ্য হারে পাচারের শিকার মানুষ ও বিভিন্ন ধরনের মানব পাচারের অস্তিত্ব থাকে। ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান এই পর্যবেক্ষণ তালিকায় নেমে এসেছে।

বাংলাদেশের অবস্থান নেমে যাওয়ার যুক্তি হিসেবে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে যৌন ও শ্রম ক্ষেত্রে মানব পাচার বিষয়ে তদন্তের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, মানব পাচার রোধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে না বাংলাদেশ। আগের বছরের তুলনায় পাচারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

গত বছর সরকার ১২২টি যৌন ও ১৬৮টি শ্রম সংক্রান্ত মানব পাচারের ঘটনা তদন্ত করে। অন্যদিকে ২০১৫ সালে যৌন সংক্রান্ত ১৮১টি ও শ্রম সংক্রান্ত ২৬৫টি পাচারের ঘটনা তদন্ত করে সরকার। গত বছর এই সব অপরাধে শাস্তির ঘটনা ছিল তিনটি, যা ২০১৫ সাল থেকে চারটি ও ২০১৪ সাল থেকে ১৫টি কম। প্রতিবেদনে বলা হয়, ‘পর্যবেক্ষকদের মতে, এসব ক্ষেত্রে শাস্তির ঘটনা খুবই বিরল। তদন্তের জন্য সরকার সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত জনবল না দেওয়া ও তাড়াহুড়ো করে মামলা শেষ করার প্রবণতার কারণে প্রায় ক্ষেত্রেই যথেষ্ট প্রস্তুতির অভাবে বিচারকার্যগুলো অকার্যকর হয়ে পড়ে।’

ওই প্রতিবেদন অনুযায়ী, মানবপাচার প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করলেও, বিদেশগামী শ্রমিকদের ওপর ধার্য করা ফি বিষয়ে বাংলাদেশ কোনো পদক্ষেপ নেয়নি। সরকার বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজকে ক্রমাগতভাবে বিদেশগামী শ্রমিকদের ওপর উচ্চ হারে ফি ধার্য করার সুযোগ দিচ্ছে, যা শ্রমিকদের দারিদ্র ও পাচারের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন এই প্রতিবেদন প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বে ২ কোটি মানুষ পাচারের শিকার। এটি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মানব পাচার রোধে সবগুলো দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গত পাঁচ বছর ধরে দ্বিতীয় ধাপেই ছিলো বাংলাদেশ। তবে এবার নেমে এসেছে দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ তালিকায়। বাংলাদেশের সাখে উল্লেখযোগ্য অন্যান্য দেশগুলো হলো সৌদি আরব, আলজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। প্রতিবেদন অনুযায়ী চীন, রাশিয়া ও ইরান মানবপাচার রোধে সবচেয়ে বেশি ব্যর্থ। তারা রয়েছে তৃতীয় ধাপে।

বিশেষ ধাপে রাখা হয়েছে সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেনকে।

প্রতিবেদনে বলা হয়, মানবপাচার রোধে বাংলাদেশ আগেরবারের তুলনায় কোনও পদক্ষেপ বৃদ্ধি করেনি। গত বছরের তুলনায় মানব পাচারের শিকার হওয়াদের পুনবার্সন যথাযথ ছিলোনা। কয়েকটি এনজিও জানায়, অযত্নের কারণে কয়েকজন পুনরায় পাচারের শিকার হয়েছে।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা