X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভেনেজুয়েলার অভ্যুত্থান প্রচেষ্টা কি সাজানো?

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৭, ১০:৪২আপডেট : ২৯ জুন ২০১৭, ১২:১০
image

ভেনেজুয়েলায় মঙ্গলবার সরকার উৎখাতে অভ্যুত্থান প্রচেষ্টার নামে যা হয়েছে, তা যেন হলিউডের কোনও সিনেমার দৃশ্য ছিল। হেলিকপ্টার চুরি করে এক গোয়েন্দা কর্মকর্তা চক্কর দিলেন শহর জুড়ে। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে থাকা এক স্তম্ভের উপর হামলা চালিয়ে জানান দিলেন বিদ্রোহের, ঘোষণা দিলেন সরকার পতনের।   সুপ্রিম কোর্টের হামলাটি যেন এক অ্যাকশন সিনেমা। আর অস্কার পেরেজ নামে সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সেই সিনেমার নায়ক । হেলিকপ্টার থেকে সুপ্রিম কোর্টে গ্রেনেড হামলা চালিয়ে সরকার উৎখাতের প্রচেষ্টা চালিয়েছেন তিনি। অ্যাকশন সিনেমার মতো এই ঘটনা সরকারের সাজানো কোনও নাটক হতে পারে বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, তিনমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ থেকে মনোযোগ সরিয়ে নিতে এই নাটক সাজিয়ে থাকতে পারেন প্রেসিডেন্ট। 


অভ্যুত্থান প্রচেষ্টার সেই গোয়েন্দা কর্মকর্তা  অস্কার পেরেজ

ঘটনা কয়েক মুহূর্ত পরেই সামাজিক মাধ্যমে অস্কারের ছবি ও ভিডিও ঝড় তোলে। হামলার আগে নিজেই ওই ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে বলেন, আমাদের দুটি পথ খোলা আছে, আগামীকালের জন্য বসে থাকে অথবা এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে আজই নিজেদের মুক্ত করা।’ একটি ভিডিওতে তার হাতে একটি পতাকা ছিলো যেখানে লেখা ছিলো ‘ফ্রিডম, আর্টিকেল ৩৫০’। ভেনেজুয়েলার সংবিধানের এই ধারা অনুযায়ী কোনও সরকার গণতন্ত্রের অবজ্ঞা ও মানবাধিকার ক্ষুণ্ণ করলে জনগণ সেই সরকারের বিরুদ্ধে অনাস্থার ডাক দেওয়ার অধিকার সংরক্ষণ করে। ভিডিওতে অস্কারের পরিচয় পাওয়া গেলেও আরও চারজন মুখোশ পরিহিত অবস্থায় ছিলেন। তাদের হাতে ছিলো অ্যাসাল্ট রাইফেল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৎক্ষণাত এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেন। তিনি দাবি করেন, ‘এই ঘটনায় অনেক হতাহতের শঙ্কা ছিলো।’ 

ভেনেজুয়েলায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট। ৫৪ বছর বয়সী সোশালিস্ট নেতা নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে রাজধানী কারাকাসে। সরকারি তথ্য অনুযায়ী গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত  ৮০ জন সেখানে রাজনৈতিক সহিসংতায় নিহত হয়েছেন। ৩০ জুলাইয়ের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এক প্রচারণা মিছিলে তিনি সোমবার বলেন, তার পূর্বসুরী হুগো চ্যাভেজের ‘বলিভারিয়ান বিপ্লব’ রক্ষায় লড়াই করে যাবেন তিনি।  মাদুরো  বলেন, ভেনেজুয়েলায় যদি অশান্তি ও সহিংসতা শুরু হয়ে যায়্ এবং বলিভারিয়ান বিপ্লব ধ্বংস করা হয়। তবে আমরা যুদ্ধে নামবো। আমরা হার মানবো না, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবো।’  তার এই বক্তব্যের পর তিন মাস ধরে চলা আন্দোলন আরও খারাপ দিকে মোড় নেয়। মঙ্গলবার অস্কার পেরেজ নামের গোয়েন্দা কর্মকর্তার পরিচয়ে সুপ্রিম কোর্টে গ্রেনেড হামলা চালানো হয়।

ভেনেজুয়েলার অভ্যুত্থান প্রচেষ্টা কি সাজানো?
দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা জুলিও বোর্গেস জানিয়েছেন, তিনি এবং অন্যান্য বিরোধী দল বিষয়টি এখনও খতিয়ে দেখছেন। তিনি বলেন, ‘এটা আসলে সিনেমার মতো। কেউ বলছেন, এটা সাজানো ছিলো। কেউ বলছেন সত্যি। তবে আমি মনে করি, সরকার ধ্বংস হচ্ছে ও পচে যাচ্ছে আর জাতি নিজের সম্মানে লড়াই করে যাচ্ছে।' তথ্যমন্ত্রী আর্নেস্টো ভিলেজাস দাবি করেছেন, পেরেজ চারটি গ্রেনেড ছুড়েছিলেন। এর একটিও বিস্ফোরিত হয়নি। কোনও হতাহত হয়নি এবং তেমন ক্ষয়ক্ষতিও চোখে পড়েনি। তিনি জানান, পেরেজকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ক্যারিবিয়ান উপকূলের এক পরিত্যক্ত অঞ্চলে উদ্ধার করা হয়েছে ওই হেলিকপ্টারও।  ভাইস প্রেসিডেন্ট তারিক আল আইসামি বলেন, ‘আমরা এই সন্ত্রাসীকে ধরার জন্য সর্বোচ্চ সহায়তার আহ্বান জানাচ্ছি।’
সরকারি কর্মকর্তাদের এমন বক্তব্যের পরও প্রশ্ন উঠছে আসলেই পেরেজ নিজ থেকে আন্দোলন চালিয়েছিলেন নাকি তিনি সরকারি সাজানো নাটকের কোনও অংশ। যেই শহরে ড্রোন উড়ানোই নিষিদ্ধ সেখানে কিভাবে তিনি একটি হেলিকপ্টার নিয়ে চক্কর দিতে থাকেন। এখনও পুলিশ বা অন্য সশস্ত্র বাহিনীর কোনও সদস্য পেরেজের প্রতি সমর্থন প্রকাশ করেনি। এক টুইটার ব্যবহারকারী জানায়, ‘যদি এই ঘটনা ভুয়া হয়, তার মানে সরকার খুবই মরিয়া হয়ে উঠেছে। আর যদি এটা সত্যিই সরকার উৎখাতের ডাক হয়, সেটাতেও এখনও কেউ সমর্থন জানায়নি। এটা খুবই খারাপ অবস্থা।’

ভেনেজুয়েলার টেলিভিশনে এই সংবাদটি আসার পর গুরুত্বপূর্ণ একটি ঘটনা চাপা পড়ে যায়। তবে বিরোধীদল খুব দ্রুতই সেগুলোকে সামনে আনার চেষ্টা করে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকারে সমালোচনা করা অ্যাটর্নি জেনারেল লুইসা ওর্তেগার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হয় আর তার স্থানে বসানো হয় মাদুরোর অনুগত তারেক উইলিয়াম সাবকে। রাজনীতিবিদ লুইস ভিসেন্তে লিওন এক টুইট বার্তায় বলেন, ‘সবাই যখন হেলিকপ্টার নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ এক আদেশ দিয়ে দিয়েছে।’ এদিকে বিরোধী দলীয় নীতিনির্ধারকরা অভিযোগ করেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদের জোর করে আটকে রেখেছিলো মাদুরোর অনুগত সশস্ত্র বাহিনী।

ভেনেজুয়েলার অভ্যুত্থান প্রচেষ্টা কি সাজানো?

হামলার আগের দিনই এক ঘোষণা সরকার পতন হলে হুগো চ্যাভেজের ‘বলিভিয়ান রেভ্যুলশন’ রক্ষায় প্রয়োজনে সমর্থকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে হেলিকপ্টার হামলার বিষয়টি একদম উড়িয়ে দেওযা যায় না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তদের আশঙ্কা, এই সহিংসতার হুমকি অনেক। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট ফিল গানসন বলেন, ‘এটা সত্য হোক কিংবা সাজানো। এর প্রভাব একই থাকবে। এর ফলে সরকার নতুন এক ধাপে যাবে এবং সহিংসতা থামানোর চেষ্টা করবে। তিনি বলেন, ‘এই হামলার পর সরকার সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করবে।’
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!