X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আনন্দ আর প্রতিবাদে কানাডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৭, ০৯:২৯আপডেট : ০২ জুলাই ২০১৭, ১২:০৪

এককালের ব্রিটিশ উপনিবেশ কানাডা তার জন্মের ১৫০তম বার্ষিকী উদযাপন করেছে। দিনটি উপলক্ষে ১ জুলাই শনিবার আনন্দে মেতে উঠেছে কানাডার দশটি প্রদেশ এবং তিনটি টেরিটোরিসহ পুরো দেশ। তবে উদযাপনের আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আর আনন্দের পাশাপাশি আবার দিনটিকে ইতিহাসের ‘অর্ধসত্য’ আখ্যা দিয়ে প্রতিবাদও হয়েছে সেখানে।
কানাডার ১৫০তম জন্মবার্ষিকী

হাজার হাজার বছর ধরে আদিবাসী জনগোষ্ঠীর আবাস হয়ে ওঠা কানাডা একসময় ফরাসি সাম্রাজ্যের উপনিবেশ ছিল । পরে তা চলে যায় ব্রিটিশ উপনিবেশের অধীনে। বেশকিছু রক্তাক্ত যুদ্ধের স্মৃতি অতিক্রম করে ১৮৬৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি অর্জন করে কানাডা। ১৮৬৮ সালে কানাডা কনফেডারেশনভুক্ত হয়। কানাডা নামে এই কনফেডারেশনটির যাত্রা শুরু হয় ১ জুলাই। এজন্যই দিনটিকে কানাডা ডে অর্থাৎ কানাডার জন্মদিন হিসেবে পালন করা শুরু হয়।

কানাডার ১৫০তম জন্মবার্ষিকী-১
১৫০তম জন্ম বার্ষিকীতে উৎসবে মাতোয়ারা তিন কোটি ঊনষাট লাখ কানাডিয়ান। দেশের শহর-গ্রাম-প্রশাসনিক অঞ্চল সবখানে উদযাপনের রং। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে প্রতি সংগঠনের উদ্যোগে আয়োজিত হচ্ছে নানান ধারার অনুষ্ঠান। আকর্ষণীয় আতশবাজি, মনোমুগ্ধকর শোভাযাত্রা, চোখ ঝলসানো প্যারেড, আনন্দের নাচ-গান, হ্যাপি বার্থ ডে'র কেক কাটা, সৌহার্দ্যের বারবিউকিউ পার্টির ব্যাপক আয়োজন।
দক্ষিণ মহাসাগর, অ্যাটলান্টিক এবং প্যাসিফিক এই তিন মহাসমুদ্রে পরিবেষ্টিত কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। অর্থাৎ ৯৯,৭৬,১৮৬ বর্গকিলো মিটার। যার রাষ্ট্রীয় নাম- ডোমিনিয়ন অব কানাডা। কানাডায় ১০টি প্রভিন্স বা প্রদেশ এবং ৩টি টেরিটোরিস রয়েছে। আর জনসংখ্যা মাত্র ৩.৬৬ কোটি মাত্র।

কানাডার ১৫০তম জন্মবার্ষিকী-২
সবচেয়ে বড় আয়োজনটি ওটোয়ায়। সেখানকার পার্লামেন্ট হিলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজকদের আশা ছিল, লাখো মানুষের সমাগম হবে সেখানে। তবে বাধ সাধে বৃষ্টি। তারপরও দূরদূরান্ত থেকে এসেছেন অনেকেই আয়োজনে সামিল হতে। বিবিসির কাছে এদের কেউ কেউ জানিয়েছেন, মাঝরাতের আতশবাজি শেষ হওয়ার আগে অটোয়া ছাড়ার ইচ্ছে নেই কারও।

কানাডার ১৫০তম জন্মবার্ষিকী-৩
কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হলেও ব্রিটেনের সাথে ভিন্ন বন্ধন রয়েছে। রাষ্ট্রের প্রতিকী প্রধান হচ্ছেন- ব্রিটেনের রানি এলিজাবেথ। তার অনুকূলে প্রতিনিধিত্ব করেন নির্বাচিত গভর্নর জেনারেল। অবশ্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রানির কোন নির্বাহী ক্ষমতা নেই।
কানাডার ১৫০তম জন্মবার্ষিকীতে প্রতিবাদ
কানাডার জন্মকে ১৫০ বছরের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ করে দেখতে চান না কেউ কেউ। জন্মবার্ষিকীতে তারা নেমেছিলেন প্রতিবাদি উদযাপনে। তাদের বক্তব্য: হাজার হাজার বছর ধরে কানাডাকে আজকের জায়গায় এনেছে সেখানকার আদিবাসী জনগোষ্ঠী। তাই ১৫০ বছরের মধ্যে দেশটির জন্মসীমা নির্ধারিত হলে, তা খণ্ডিত ইতিহাস হয়। হয় অর্ধসত্য। জন্মবার্ষিকীর দিনটিকে তারা চান একটি সংলাপের দিন হিসেবে উদযাপন করতে। বহু সংস্কৃতির উদারভূমিকে করে তুলতে চান, আরও মানবিক আর দায়িত্বশীল।
/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়