X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্প আমলে সংলাপের প্রবণতা কমেছে

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ১৮:৫২আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:৫৫

ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যে কোনও বিষয়ে সংলাপ চালাতে অনীহা প্রকাশ করছে হোয়াইট হাউস। এমনটাই মনে করেন প্রতি ১০ জনের মধ্যে সাতজন মার্কিন নাগরিক। এনপিআর/পিবিএস নিউজ আওয়ার/ম্যারিস্ট-এর এক জরিপে উঠে এসেছে এমন চিত্র।

ডেমোক্র্যাটদের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে অন্তত আটজন মনে করেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই সংলাপের প্রবণতা নেতিবাচক। একই রকম মতামত খোদ ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ৬৫ শতাংশ সমর্থকের। আর সাধারণ মানুষের মধ্যে ৭০ শতাংশই মনে করেন, ট্রাম্প আলাপ-আলোচনায় পক্ষপাতী মানুষ নন।

২ জুলাই ২০১৭ রবিবার সংবাদমাধ্যমের প্রতি আক্রমণাত্মক একটি ভিডিও টুইট করে আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ট্রাম্প। বিতর্কের জন্ম দেওয়া ওই টুইটে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন-এর লোগো মাথায় লাগানো এক ব্যক্তিকে বেদম মারধর করছেন ট্রাম্প। ট্রাম্প নিজের ব্যক্তিগত ও প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ২৮ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করেছেন।

২০০৭ সালের ডব্লিউডব্লিউই রেসলিংয়ের একটি খেলার ভিডিও সম্পাদনা করে সিএনএন-এর প্রতি আক্রমণাত্মক ওই ভিডিও পোস্ট করা হয়। সম্পাদনার মাধ্যমে সেখানে প্রতিদ্বন্দ্বীর মাথায় কম্পিউটারের মাধ্যমে সিএনএনের লোগো বসিয়ে দেওয়া হয়। লোগো দিয়ে তার মুখ এমনভাবে ঢেকে দেওয়া হয়, যেন ট্রাম্প সিএনএনকেই পেটাচ্ছেন। এমন আচরণকে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি মার্কিন প্রেসিডেন্টের অনাস্থা হিসেবে দেখছেন অনেকে।

মার্কিন নাগরিকদের মাত্র ছয় শতাংশ মনে করেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর সামগ্রিকভাবে আলাপ-আলোচনার ক্ষেত্র প্রসারিত হয়েছে। তবে তাদের এ মতামত ছিল সিএনএন-এর প্রতি ট্রাম্পের ওই আক্রমণাত্মক ভিডিও টুইটের আগে। আলাপ-আলোচনা বা সংলাপের বিষয়ে নির্বাচনের আগে ট্রাম্পের যে অবস্থান ছিল; নির্বাচিত হওয়ার পরও তাতে কোনও পরিবর্তন আসেনি।

ট্রাম্প প্রশাসনের প্রতি নিজেদের আস্থাহীনতার কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশেরও বেশি আমেরিকান। আর ৬৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক জানিয়েছেন, হোয়াইট হাউসের প্রতি তাদের কোনও আস্থা নেই।

রিপাবলিকান সমর্থকদের মধ্যে হোয়াইট হাউসের ব্যাপারে ভালোভাবে আস্থাশীল ৪৭ শতাংশ মানুষ। আর ৩৭ শতাংশ বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রতি তারা ব্যাপকভাবে আস্থাশীল। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের মধ্যে প্রায় অর্ধেকই জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে তারা বিশ্বাস করেন না।

অবিশ্বাস বা অনাস্থার এই নজির শুধু ট্রাম্পের ক্ষেত্রেই প্রযোজ্য-এমন নয়। অন্য রাজনীতিকদের ব্যাপারেও অনাস্থার কথা জানিয়েছেন মার্কিনিরা। মাত্র ছয় শতাংশ মার্কিনি জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের প্রতি তাদের তাদের ব্যাপক আস্থা রয়েছে। ২৩ শতাংশ জানিয়েছেন, কংগ্রেসের প্রতি তাদের ভালো বিশ্বাস রয়েছে।

কংগ্রেসের প্রতি আস্থা রয়েছে ৩৯ শতাংশ রিপাবলিকান সমর্থকের। বিপরীতে কংগ্রেসের প্রতি ডেমোক্র্যাটদের আস্থা রয়েছে ২৫ শতাংশ। সূত্র: এনপিআর, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!