X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতার ২৪১তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ১৯:০২আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৯:০৬
image

স্বাধীনতা ঘোষণার ২৪১তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমেরিকান বিপ্লব কিংবা স্বাধীনতা যুদ্ধ চলমান থাকা অবস্থায় ১৭৭৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল (ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স)। জন্ম হয়েছিল এক সার্বভৌম মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউনাইটেড স্টেটস অব আমেরিকা) । সেই থেকে প্রতিবছর এ দিনে যুক্তরাষ্ট্রজুড়ে সকল বর্ণ, ধর্ম, বিশ্বাস, লিঙ্গ, সংস্কৃতি ও প্রজন্মের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস
১৭৭৫ সালের বসন্তে, এক দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার জন্য প্রথম দিককার যুদ্ধগুলোর পর, তেরোটি আমেরিকান উপনিবেশ তাদের প্রতিনিধি পাঠায় ফিলাডেলফিয়ায় অবস্থিত প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসে। ব্রিটেনের সাথে সম্পর্কচ্ছেদের বিষয়ে অনেক তর্ক বিতর্কের পর প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে ২ জুলাই, ১৭৭৬ সালে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। স্মরণীয় ভোটের দুই দিন পর কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে এবং নতুন দেশের সব প্রান্তে অনুলিপি পাঠায়। ঘোষণায় ৪ জুলাই তারিখটি লেখা ছিল, নতুন দেশটি তা স্বাধীনতা দিবস হিসেবে বরণ করে নেয়।

দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে উদযাপন করে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, সূর্যাস্তের পর নিউইয়র্ক সিটির হাডসন নদীতে এবারও বিশ্বখ্যাত আতশবাজি অনুষ্ঠিত হবে। ২৫ মিনিটের এ আতশবাজির মাঝে ঘটবে দৃষ্টিনন্দন এবং ইতিহাসভিত্তিক বিভিন্ন দৃশ্যের উপস্থাপন। মধ্য আকাশে মনোজ্ঞ এ দৃশ্য তৈরির জন্য ৪০ হাজারের বেশি আতশবাজির সম্মিলন ঘটবে। পাশাপাশি চলবে সংগীত দলের দেশাত্মবোধক গান। এ অনুষ্ঠানে কয়েক লাখ আমেরিকানের সমাগম ঘটবে।

স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আলোকসজ্জা হবে নিউইয়র্কসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ সিটিতেই।  একইভাবে ওয়াশিংটন ডিসি, ডিজনি ওয়াল্ট, লাসভেগাস, হলিউড, মায়ামী, বস্টন, নর্থ ক্যারলিনা, হিউস্টন, ডালাস প্রভৃতি স্থানেও আতশবাজির বর্ণাঢ্য অনুষ্ঠান হবে স্বাধীনতা দিবসের আমেজে। নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়েও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোকসজ্জা করা হবে। হারিকেন স্যান্ডি আঘাতের সময় থেকে বন্ধ করা ‘স্ট্যাচু অব লিবার্টি’ এদিন সর্বসাধারণের জন্যে মুক্ত রাখা হবে।

এদিন ১৫,০০০ নতুন নাগরিক স্বাধীনতা দিবসের প্রেরণায় শপথ নেবেন বলেও জানা গেছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
সর্বশেষ খবর
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা