X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে মিছিল

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৪:৫১আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:২০
image

ব্রিটেনের মসজিদে সাম্প্রতিক হামলায় হতাহত হওয়া মানুষদের নিয়ে শোক মিছিল করেছে সেখানকার বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা। বুধবারের ওই শোক মিছিলে সাম্প্রতিক ফিনসবাড়ি মসজিদের হামলায় হতাহতদের স্মরণ করা হয়। একইসঙ্গে বিভিন্নভাবে যারা সম্প্রতি মুসলিমবিদ্বেষের শিকার হয়েছেন, তাদেরও স্মরণ করা হয়। ওই শোক মিছিল মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে আয়োজিত হলেও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধেও প্রতিবাদ ধ্বনিত হয় সেই মিছিল থেকে।

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সরব যুক্তরাজ্য
১৮ জুন স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের ফিনসবারি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমটের টার্গেট করা হয়। সে সময় একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। ওই মুসল্লিদের অনেকে তারাবির নামাজ শেষে বের হচ্ছিলেন। ওই ঘটনায় ১ জন নিহত হন। হামলাকারী ৪৭ বছর বয়সী অসবর্ন হামলাকালে সব মুসলিমকে হত্যার হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যের রক্ষণশীল থেরেসা মে’র সরকারও এই ঘটনাকে মুসলিমবিদ্বেষ বলে স্বীকার করে নিতে বাধ্য হয়।

সেই হামলার নিন্দা জানানো হয় বুধবারের শোক মিছিল থেকে। ধ্বনিত হয় বর্ণবাদবিরোধিতার তীব্র স্বর। অংশগ্রহণকারীরা ‘মুসলিমবিদ্বেষ রুখে দাঁড়াও’, ‘ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হও’, ‘শরণার্থীদের স্বাগত জানাই’ কিংবা ‘বর্ণবাদকে না বলো’সহ সম্প্রীতি ও ঐক্যের পক্ষের বিভিন্ন শ্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে ওই মিছিলে অংশ নেন।
মুসলিমবিদ্বেষের শিকার এক ব্রিটিশ মুসলিম মুখতার এসেছিলেন সেই শোক মিছিলে। তার মুখে এসিড ছোঁড়া হয়েছিল। বিদ্বেষী সেই হামলার কথা বলতে গিয়ে মুখতার চ্যানেল ফোরকে তিনি বলেন, সেদিন তার এক চাচাতো বোনও ওই আক্রমণের শিকার হয়েছিলেন। এ ঘটনার সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

জুনের তৃতীয় সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজে হামলার পর থেকে যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষী অপরাধের হার বেড়েছে। সংশ্লিষ্ট পুলিশ ও ইসলামবিদ্বেষী ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা’র বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, ম্যানচেস্টারের কনসার্টে হামলার পরের সপ্তাহে শহরটিতে ইসলামবিদ্বেষী হামলা পাঁচগুণ বেড়ে গিয়েছিল। অন্যদিকে মেয়র সাদিক খানের কার্যালয় থেকে মুসলিমবিদ্বেষী হামলা ২০ভাগ বাড়ানোর কথা বলা হয় সে সময়।
/বিএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি