X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উত্তাল বিক্ষোভে প্রকম্পিত হামবুর্গ, বিশ্বের নজর ট্রাম্প-পুতিন বৈঠকে

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১০:২০আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৩:৫৭
image

জোট জি-টোয়েন্টি’র দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনেই সামনে আসতে পারে ধনী দেশগুলোর নিজেদের মধ্যকার অনৈক্য। জলবায়ু আর বাণিজ্যনীতি নিয়ে রুশ-মার্কিন-তুর্কি অবস্থানের দ্বন্দ্ববিরোধ প্রাধান্য নিতে পারে আলোচনায়। অবশ্য শুক্রবার মূল সম্মেলনস্থল নয়, সাইডলাইন নিয়েই বেশি আগ্রহ বিশ্ববাসীর। এদিন বিশ্বের দুই ক্ষমতাকেন্দ্র যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পক্ষে দুই দেশের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে আলোচনায় বসবেন। তবে সম্মেলন আর সাইড লাইন বৈঠকের প্রশ্ন ছাপিয়ে গেছে উত্তাল প্রতিবাদে। বিক্ষোভে প্রকম্পিত হচ্ছে সম্মেলনস্থল জার্মানির হামবুর্গ শহর। পুলিশি বাধার এক পর্যায়ে সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে বলেও খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্য ও পরিবেশগত ইস্যুতে ন্যায়বিচার ও সমতার আকাঙ্ক্ষায় বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপের ১ লাখ বিক্ষোভকারীর জমায়েত হতে পারে সম্মেলনস্থলে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও।
উত্তাল বিক্ষোভে প্রকম্পিত হামবুর্গ, বিশ্বের নজর ট্রাম্প-পুতিন বৈঠকে















২০০৭ সালে জার্মানির বাল্টিক সি রিসর্ট হাইলিগেনডামে জি-সেভেন বৈঠকের আয়োজন করা হয়। ২০১৫ সালে বাভারিয়ার এলমাওতে জি-সেভেনের আরেকটি বৈঠকের আয়োজন করা হয়। এখন হামবুর্গে আয়োজিত হচ্ছে জি-টোয়েন্টি সম্মেলন। এ আয়োজনের সভাপতিত্বের দায়িত্বে রয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্কসহ ১৯টি ধনী দেশ ও ইইউ'র প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
সদ্য নিরঙ্কুশ মার্কিন আধিপত্যের কাল পেরিয়ে বিশ্ব রাজনীতিতে প্রকট হচ্ছে কর্তৃত্বের দ্বন্দ্ব। ঐক্যের অভাব স্পষ্ট হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কর্মকাণ্ডে। তিন নেতাই জি-টোয়েন্টি বৈঠকে অংশ নিচ্ছেন। এটাও পরিষ্কার যে, তিন নেতাই বৈঠকে নিজেদের এজেন্ডা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্মেলনে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই, নারী নীতি এবং স্বাস্থ্যসেবা ছাড়াও প্রাধান্য পাবে মুক্তবাণিজ্যের নীতি।
জি টুয়েন্টির বিরুদ্ধে বিক্ষোভ ৩
মূল বৈঠক ছাপিয়ে বিশ্ববাসীর নজর থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সাইড লাইন বৈঠকে। বৈশ্বিক আধিপত্যের দুই ক্ষমতাকেন্দ্র হিসেবে রুশ-মার্কিন দ্বন্দ্ববিরোধ নিয়ে কথা বলবেন ট্রাম্প-পুতিন। ইউক্রেন সংকট, সিরিয়া যুদ্ধের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা এবং মার্কিন নির্বাচনে মস্কোর প্রভাব বিস্তারের মতো নানা ইস্যু উঠে আসতে পারে তাদের আলোচনায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ-ঘনিষ্ঠ হিসেবে অভিযুক্ত বলেই এই বৈঠকের প্রতি বিশেষ আগ্রহ থাকবে বিশ্ববাসীর। এসব বিষয়ে অবশ্য ঐক্যে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী ম্যার্কেল। শরণার্থী নীতি নিয়ে আলোচনাতেও মতবিরোধ তেমন একটা হবে না বলেই ধারণা করা হচ্ছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য নিয়েও জোটের একটি শক্ত অবস্থান চান ম্যার্কেল।
সম্মেলনস্থলের ভেতরে যেমন মতানৈক্য থাকবে, তেমনি এর বাইরেও ধ্বনিত হবে প্রতিবাদ। সম্মেলনকে ঘিরে হামবুর্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২০ হাজার পুলিশ। তা সত্ত্বেও সম্মেলনকে সামনে রেখে জার্মানির হামবুর্গে কয়েকদিন ধরে চলমান থাকা বিক্ষোভ এরইমধ্যে সহিংসতায় রূপ নিয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, শুক্র ও শনিবার হামবুর্গে ১ লাখ বিক্ষোভকারী জমায়েত হবেন। হামবুর্গ থেকে বিক্ষোভ অন্য শহরেও ছড়িয়ে পড়ছে বলে পুলিশসূত্রে জানা গেছে।
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!