X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের ‘গ্র্যান্ড ট্রাংক রোড’ প্রকল্প

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৭ জুলাই ২০১৭, ২০:৩২আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২০:৩৩

ভারতের স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তিতে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাজ্য সরকার। চলতি সপ্তাহে যুক্তরাজ্যজুড়ে শুরু হওয়া প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘গ্র্যান্ড ট্রাংক রোড’। এই প্রকল্পের অধীনে ১১টি বিশেষ আয়োজনে একত্রিত করা হবে সব ধর্মের এশীয় ব্রিটিশদের। তারা এসব আয়োজনে উপস্থিত হয়ে ভারত ভাগ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। যুক্তরাজ্যের কমিউনিটি ও স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

যুক্তরাজ্যের ‘গ্র্যান্ড ট্রাংক রোড’ প্রকল্প

এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ১৯৪৭ সালে ভারত ভাগের মাধ্যমে স্বাধীন হওয়া ভারত ও পাকিস্তান এবং পরে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দেশভাগের ফলে সৃষ্ট সহিংসতা, উচ্ছেদ ও দুর্ভোগের অভিজ্ঞতা শোনার মাধ্যমে ওই সময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বিভক্তির ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।

যুক্তরাজ্যের কমিউনিটিমন্ত্রী সাজিদ জাবিদ বলেন, ‘আমরা আজ যে অবস্থায় আছি তা বিভক্তি ও এর পরের ঘটনার ফল। আমরা নিজেদের মুসলিম, শিখ, হিন্দু, পাকিস্তানি, বাংলাদেশি বা ভারতীয়— যাই বলে পরিচয় দেই না কেন, আমি মনে করি, এই সাহসী উদ্যোগের ফলে তিন ধর্মের ব্রিটিশ এশিয়ানরা বুঝতে পারবেন যে অতীতের এই বিভক্তি আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

‘গ্র্যান্ড ট্রাংক রোড’ প্রকল্পের অংশ হিসেবে মুসলিম, শিখ ও হিন্দু সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে একটি নাটক মঞ্চস্থ করবেন। এই তিন ধর্মের আরেকটি দল ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের ঘটনা তুলে ধরবেন। ওই অলিম্পিকে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান কোনও প্রতিযোগিতায় আলাদা রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করে। কিছুদিন আগেই উভয় দেশ স্বাধীনতা অর্জন করে। এছাড়া, পূর্ব আফ্রিকা উপমহাদেশ থেকে আসা অভিবাসীদের ইতিহাস নিয়ে লিচেস্টারে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। বিভক্তির নানামুখী প্রভাব এই প্রদর্শনীতে তুলে ধরা হবে। ১৯৭২ সালে ইদি আমিনের পদক্ষেপে যুক্তরাজ্যে পালিয়ে আসতে বাধ্য হওয়া দক্ষিণ এশীয় হিন্দু, শিখ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কও তুলে ধরা হবে। প্রদর্শনী দেখতে আসা মানুষেরা স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণ শুনতে পারবেন।

যুক্তরাজ্যের ‘গ্র্যান্ড ট্রাংক রোড’ প্রকল্প

যুক্তরাজ্যের ধর্মমন্ত্রী লর্ড বর্ন বলেন, ‘গ্র্যান্ড ট্রাংক রোড প্রকল্প যেভাবে ভারত ও পাকিস্তানকে ঐক্যবদ্ধ করেছে, সেভাবে তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি ও বিশ্বাস যুগ যুগ ধরে মিলিত করেছে। এই প্রকল্পটি ব্রিটিশ শিখ, হিন্দু ও মুসলিমদের বর্ণাঢ্য ইতিহাসকে সামনে নিয়ে আসবে।’

লর্ড বর্ন আরও বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আয়োজন থাকবে, যেগুলো উপমহাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় নিয়ে আসবে। ভারত ভাগের স্মৃতি ও তথ্য তাদের বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নতুন ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে উৎসাহিত করবে।’

/এএ/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা