X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গাজায় নতুন যুদ্ধের জন্য ইসরায়েলের সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ২৩:৩২আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২৩:৩৫

গাজায় নতুন যুদ্ধের জন্য ইসরায়েলের সামরিক মহড়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধের জন্য বড় ধরনের মহড়া চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য। সম্প্রতি দখলকৃত গোলান মালভূমিতে ট্যাঙ্ক, ড্রোন ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এ মহড়া চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

চলতি সপ্তাহের গোড়ার দিকে শুরু হওয়া এ মহড়া শেষ হয় গত ৬ জুলাই। সেনাবাহিনীর তিনটি নিয়মিত ইউনিটের বাইরে মোবাইল ইউনিটের সদস্যরাও এতে অংশ নেয়। তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম। মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের হেলমেটে যুক্ত ছিল ক্যামেরা। এছাড়া আকাশ থেকে টহল দেওয়া বিমানেও ক্যামেরা যুক্ত ছিল।

মহড়ায় গাজা উপত্যকার একটি ভূখণ্ডে আক্রমণের অনুশীলন চালায় ইসরায়েলি বাহিনী। বাস্তবে এমন হামলা চালানো হলে সেটা হবে ২০১৪ সালের পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সবচেয়ে বড় আকারের সামরিক আগ্রাসন।

ইতোপূর্বে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নেওয়া নাহাল ব্রিগেড-এর সদস্যরাও এ মহড়ায় অংশ নেয়।

মহড়ায় গাজার বিরুদ্ধে কৃত্রিম রণাঙ্গনে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে ইসরায়েলি সেনারা। এতে দেখানো হয়, একটি আবাসিক এলাকার পাশে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ওই এলাকার বিভিন্ন বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মহড়ায় সামরিক সরঞ্জাম নিয়ে আট কিলোমিটার এলাকা পর্যন্ত অভিযান চালানোর অনুশীলন করে সেনারা।

যে গোলান মালভূমিতে উস্কানিমূলক এ মহড়া চালানো হয় তা মূলত সিরিয়ার ভূখণ্ড। ১৯৬৭ সালে আরব-ইসরাইল ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির দখল নেয় ইহুদিবাদী সেনারা। ১৯৭৩-৭৪ সালের যুদ্ধে এই মালভূমি পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। পরে ১৯৮১ সালে গোলানকে একতরফাভাবে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় ইসরায়েল। কিন্তু এই অন্তর্ভুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। গত প্রায় সাড়ে তিন দশক ধরে গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপন করে আসছে তেল আবিব।

চলতি বছরের জুনে পিস নাউ নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও আড়াই হাজার অবৈধ বসতির অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েল। দখলকৃত ভূখণ্ডে এসব বসতি স্থাপনকে কেন্দ্র করে বেশকিছু নতুন পরিকল্পনা রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি সম্পূর্ণরূপে অবৈধ।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েল সফরের পরই আরও আগ্রাসী হয়ে উঠছে তেল আবিব। এর আগে চলতি বছরের এপ্রিলে আট হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে (সেটেলার) নিয়ে পশ্চিম তীরের সালফিট শহরে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে ইহুদি রীতির ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে বসতি স্থাপনকারীরা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনে অভিবাসন এবং বলপূর্বক বসতি স্থাপন অবৈধ। তা উপেক্ষা করে ১৯৬৭ সালের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!