X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বুরহান ওয়ানি’র মৃত্যুবার্ষিকীতে উত্তপ্ত কাশ্মির, কারফিউ জারি

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৭, ১৯:৪৬আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২৩:৪৬

কাশ্মিরি জনতার স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তরুণ বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত কাশ্মিরের স্বাধীনতাকামী তরুণ বুরহান ওয়ানি’র মৃত্যুবার্ষিকীতে উপত্যকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গণবিক্ষোভ ঠেকাতে কঠোর সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। কাশ্মিরের রাজপথে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনাসদস্য।

এমন পরিস্থিতিতেও কারফিউ উপক্ষা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছেন কাশ্মীরের স্বাধীনতাকামী তরুণরা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপের মধ্যেই তারা রাজপথে নামেন। বিক্ষোভকারীদের একজন শিক্ষার্থী ওমর ফারুক। আল জাজিরাকে তিনি বলেন, ‘বুরহানের স্থান আমাদের হৃদয়ে। তার শাহাদাতের পর বহু তরুণ লড়াইয়ে যোগ দিয়েছে।’

নিরাপত্তা রক্ষার নামে ভারত সরকার কাশ্মিরে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। বুরহান ওয়ানির নিজ জেলা ত্রালে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ এড়াতে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

২০১৬ সালের ৮ জুলাই মাসে বন্দুকযুদ্ধের নামে বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনারা। ওই হত্যকাণ্ডের পর কাশ্মিরের জনগণ প্রতিবাদে ফুঁসে উঠে। এ হত্যাকাণ্ডের জেরে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ১০০ জন নিহত ও ১২ হাজার মানুষ আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, তিনি এর আগে আর এমন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা আর দেখেননি। তিনি বলেন, ঘর থেকে বের হলেই লোকজনকে গুলি করার মতো পরিস্থিতি বিরাজ করছে।

কারফিউ-এর কারণে কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে এবং লোকজনের চলাচল ঠেকাতে হাজার হাজার মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

বুরহান ওয়ানি

লোকজনের চলাচলের রাস্তা বন্ধ করায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ হয়েছে। তাদের পাথর ছোঁড়ার জবাবে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও বুলেট ছোঁড়ে। তবে প্রথামিক অবস্থায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুরহান ওয়ানি’র বাবা মুজাফফর ওয়ানি আল জাজিরাকে বলেন, কর্তৃপক্ষ দমনপীড়ন চালিয়ে এই আন্দোলন থামাতে পারবে না। তারা আমাদের যত দমনপীড়ন চালিয়ে যাবে; আমাদের তত উত্থান ঘটবে। এখানে সবাই নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।’

মুজাফফর ওয়ানি বলেন, আমরা যে ধরনের নিপীড়নের মুখোমুখি হচ্ছি তাতে করে লোকজন মনে করছে, এর চেয়ে আত্মত্যাগই ভালো। নিজেদের মা-ভাই-বোনদের অসম্মানের চেয়ে তারা আত্মত্যাগকেই বেছে নিয়েছে।

এদিকে হুররিয়াত কনফারেন্সসহ কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠনগুলোর নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, বুরহান ওয়ানি’র শাহাবাৎবার্ষিকীকে কেন্দ্র করে সরকার যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তাই প্রমাণ করে তার মৃতদেহকেও ভয় পায় দিল্লি।

বুরহান ওয়ানি`র হত্যাকাণ্ডে বিক্ষোভে উত্তাল কাশ্মির উপত্যকা

হুররিয়াত কনফারেন্সের সৈয়দ আলী শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ভয় ও আতঙ্ক ছড়িয়ে ভারত সরকার এটা স্বীকার করে নিলো যে, কাশ্মিরের প্রতিটি মানুষের হৃদয়ে সাহস আর প্রতিরোধের প্রতীক বুরহান ওয়ানি। আর এ কারণেই ব্যাপক সেনা নিয়ন্ত্রণের পরও তারা ওয়ানিকে হুমকি মনে করে। তাদের তাণ্ডবের বিপরীতে স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন। সরকার বুঝতে পারছে এই দুঃসাহস থেমে যাওয়ার নয়। তাই তারা ভীত হয়ে পড়েছে।

বিবৃতিতে ২০১৬ সালে ভারতীয় বাহিনীর হাতে নিহত কাশ্মিরের ১২৫ জন বেসামরিক নাগরিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ভারতীয় বাহিনীর বৃষ্টির মতো ছোঁড়া বুলেট ও ছররা গুলিতে আহত ও অন্ধত্বের শিকার মানুষদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। দখলদারিত্বের বিরুদ্ধে কাশ্মিরি জনগণের মুক্তির লড়াইয়ে শামিল হওয়ায় উপত্যকার বাসিন্দাদের ধন্যবাদ জানান হুররিয়াত নেতারা।

সূত্র: আল জাজিরা, পার্স টুডে, অনলি কাশ্মির।

আরও পড়তে পারেন:

ছেলে শহীদ হওয়ায় আমরা খুশি: বুরহান ওয়ানির মা-বাবা

এবার একমাত্র মেয়েকেও উৎসর্গ করতে চান বুরহানের বাবা

/এমপি/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ