X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের জন্য নির্ধারিত আসনে বসে আবারও আলোচনায় ইভানকা

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৭, ১৩:০০আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৩:০৪
image

‘রাজনীতি আমাকে টানে না’ সম্প্রতি এক সাক্ষাৎকারে ইভানকা ট্রাম্প এমন মন্তব্য করলেও প্রেসিডেন্ট-বাবার জন্য নির্ধারিত আসন হয়তো টেনেছিল তাকে! জি-টোয়েন্টি সম্মেলনে জার্মান চ্যান্সেলর, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং চীনা, রুশ ও তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার বাবার জন্য নির্ধারিত আসনে বসে পড়েন ইভানকা। আর কিছু সময়ের মধ্যেই ট্রাম্প-বিরোধী মার্কিন ও ব্রিটিশ মিডিয়াগুলোতে তা হাজির হয় শীর্ষ খবর হিসেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম একে ‘স্বজনপ্রীতি’ হিসেবে উপস্থাপন করেছে।

ইভানকা, ম্যার্কেল
সাবেক ব্যবসায়ী এবং ফ্যাশন মডেল ইভানকা শনিবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের এক অধিবেশনে কিছুক্ষণের জন্য তার বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসনে বসেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার সম্মেলন চলাকালীন ট্রাম্প ইন্দোনেশীয় নেতার সঙ্গে সাইডলাইন বৈঠক করতে কিছুক্ষণের জন্য বের হয়ে যান। জি টোয়েন্টি সম্মেলনস্থলে তখন আফ্রিকান অভিবাসন ও স্বাস্থ্য ইস্যুতে আলোচনা চলছিল। বাবা সাইডলাইন বৈঠকে চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন ইভানকা। কিছুক্ষণ পর ট্রাম্প ফিরে এসে আবার তার আসন গ্রহণ করেন।

৩৫ বছর বয়সী ইভানকা শি জিনপিং, রজব তায়্যিব এরদোয়ান, অ্যাঙ্গেলা ম্যার্কেল এবং থেরেসা মে’র সঙ্গে এক কাতারে বসে পড়েছিলেন। জি টোয়েন্টি সম্মেলনের অধিবেশনে উপস্থিত থাকা এক কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, শনিবার ইভানকা অন্তত দুইবার তার বাবার আসনে বসেছেন কিন্তু কোনও কথা বলেননি।

ফার্স্ট ডটার ইভানকার মুখপাত্র ব্লুমবার্গকে বলেন, তিনি (ইভানকা) অধিবেশন কক্ষের একেবারে পেছনে বসেছিলেন। প্রেসিডেন্ট বৈঠকের জন্য কক্ষ ত্যাগ করার পর ইভানকা আলোচনার মূল টেবিলে বসেন।

বিবিসি বলছে, কোনও বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তবে ইভানকা উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তা নন, তিবি কেবল বাবার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সেকারণে এ ঘটনায় ট্রাম্প পরিবারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

এদিকে ইভানকার বিরুদ্ধে ওঠা সমালোচনা নাকচ করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খোদ প্রতিনিধি দল সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্টের বৈঠকে যোগ না দেওয়া ঠিক হবে কিনা। এরপর তাদের একজন সে দায়িত্ব গ্রহণ করেন এবং ওই চেয়ারে বসেন। ইভানকা ট্রাম্প আমেরিকান প্রতিনিধি দলেরই অংশ।' 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?