X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে জেতানোর রুশ প্রচেষ্টার কথা জানানো হয়েছিল তার ছেলেকে

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১৮:৩৩আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৮:৩৩
image

ট্রাম্পকে জেতানোর রুশ প্রচেষ্টার কথা জানানো হয়েছিল তার ছেলেকে

নিউ ইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করার রুশ প্রচেষ্টা সম্পর্কে তার ছেলে ট্রাম্প জুনিয়রকে অবগত করা হয়েছিল। টাইমস-এর দাবি অনুযায়ী, ক্রেমলিন ঘনিষ্ঠ রুশ আইনজীবী নাতালিয়া ভ্যাসেলনিতকায়ার সঙ্গে ট্রাম্প-সংশ্লিষ্টদের বৈঠক আয়োজনকারী রব গোল্ডস্টোন এক ইমেইলের মাধ্যমে এ সম্পর্কে জানিয়েছিলেন। ট্রাম্প জুনিয়রকে পাঠানো গোল্ডস্টোনের ওই ইমেইল সম্পর্কে অবগত বেনামি ৩ জনের বরাত দিয়ে টাইমস এই দাবি করে। ট্রাম্পের ছেলে বৈঠকের কথা স্বীকার করলেও নির্বাচনে রুশ প্রভাব বিস্তারের প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

রুশ আইনজীবী নাতালিয়া ভ্যাসেলনিতকায়ার প্রসঙ্গ ধরে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে নিউ ইয়র্ক টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রথম প্রতিবেদনে তারা দাবি করে, প্রেসিডেন্ট নির্বাচনে  ট্রাম্পের মনোনয়নের পর মার্কিনবিরোধী নাতালিয়ার সঙ্গে দেখা করেছিলেন তার ছেলে, জামাতা ও নির্বাচনের ক্যাম্পেইন ম্যানেজার। এ সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে দাবি করা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপারে স্পর্শকাতর তথ্য নেওয়ার আশায় নাতালিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র।

সবশেষ সোমবারের প্রতিবেদনে নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করার রুশ প্রচেষ্টা সম্পর্কে ছেলে জুনিয়র ট্রাম্পের অবগত থাকার খবর প্রকাশিত হলো। নাম প্রকাশে অনচ্ছিুকদের বরাতে টাইমস বলছে, ইমেইল ফাঁসের মাধ্যমে হিলারি ক্লিনটনের ভাবমূর্তি ক্ষুন্ন করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে লাভবান করার প্রচেষ্টা নিয়েছিল ক্রেমলিন। আইনজীবী নাতালিয়ার পক্ষে সেই কথাটিই ইমেইলের মাধ্যমে জুনিয়র ট্রাম্পকে জানিয়েছিলেন রব গোল্ডস্টোন। তবে গোল্ডস্টোনের ওই ইমেইলে নির্বাচন নিয়ে রুশ সরকারের আর কোনও তৎপরতার প্রমাণ মেলেনি। ছিল না হ্যাংকিয়ের কোনও আলামতও।

নির্বাচনে রুশ সরকারের সংশ্লিষ্টতার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ট্রাম্প প্রশাসন। হাউস ইন্টিলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট অ্যাডাম শিফ নিউ ইয়র্ক টাইমস-এর অনুসন্ধান সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, প্রতিবেদনটি খুবই গুরত্বপূর্ণ। এ বিষয়ে তদন্ত প্রয়োজন। যারা ওই বৈঠকে অংশ নিয়েছেন তাদের সবাইকেই কমিটির সামনে জবাবদিহি করতে হবে। রবিবার ট্রাম্প জুনিয়রের দেওয়া বিবৃতিতেও রুশ সরকারের কোনও সংশ্লিষ্টতার কথা উল্লেখ ছিলো না। তার আইনজীবী দাবি করেন, এই বৈঠকে এমন কিছুই হয়নি এবং ট্রাম্প জুনিয়র কোনও অপরাধ করেননি।

টাইমস জানায়, বৈঠকে অংশ নেওয়া রুশ আইনজীবী নাতালিয়া ভ্যাসেলনিতকায়া দেশটির সাবেক যোগাযোগ মন্ত্রীর স্ত্রী। ২০০৯ সালে রাশিয়ার কারাগারে এক রুশ আইনজীবী মারা যাবার পর গত ডিসেম্বরে ম্যাগনিটস্কি অ্যাক্ট নামে একটি বিল পাস করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বেশকিছু সিনিয়র রুশ কর্মকর্তাদের লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হয়। এই মার্কিন নীতির বিরোধীতাকারী হিসেবে সুপরিচিত ভ্যাসেলনিতকায়া।

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?