X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

তীর্থযাত্রীদের ওপর ‘অনৈসলামিক’ হামলায় লস্কর-ই তৈয়বার নিন্দা, দায় অস্বীকার

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১৯:৩৮আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:৪০
image

 

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলাকে ‘অনৈসলামিক’ আখ্যা দিয়ে ওই হামলার দায় অস্বীকার করেছে  জঙ্গি সংগঠন  লস্কর-ই তৈয়বা। ভারতীয় পুলিশ তাদেরকেই দুষছে হামলার জন্য। হামলায় অন্তত ৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। নিহতদের ৬ জনই নারী। আহত হয়েছেন তিন পুলিশসহ অন্তত ১৯ জন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তীর্থযাত্রীদের ওপর ‘অনৈসলামিক’ হামলায় লস্কর-ই তৈয়বার নিন্দা, দায় অস্বীকার

সিএনএন-এর নিউজ এইটিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, লস্কর-ই তৈয়বা হিজবুল মুজাহিদীন-এর সঙ্গে যৌথভাবে এই হামলা চালিয়েছে। তবে লস্কর-ই তৈয়বা ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাজ বলে দাবি করেছে।

পুলিশ ও সিআরপি সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার সন্ধে সোয়া আটটা নাগাদ জনা তিনেক জঙ্গি মোটরবাইকে চেপে বিভিন্ন জায়গায় পরপর হামলা চালিয়ে উধাও হয়েছে। প্রথমে তারা অনন্তনাগের খান্নাবলে বাহিনীর চেকপোস্টের উপরে গুলি চালিয়ে বাতেঙ্গু এলাকার দিকে পালিয়ে যায়। সে সময় বাতেঙ্গুতে শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। পুর্ণ্যার্থীদের বাসটি তিনদিক দিয়ে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। দাবি অনুযায়ী অন্ধকারের সুযোগে দ্রুত গা ঢাকা দেয় তারা।  বাতেঙ্গু থেকে পালানোর সময়ে আরওয়ানিতেও বাহিনীর শিবির লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা।

লস্কর-কমান্ডার আব্দুল্লাহ গজনবী দাবি করেন, ইসলাম কোনও বিশ্বাসের ওপর আঘাতে বিশ্বাস করে না। তিনি বলেন,  ‘আমরা পূণ্যার্থীদের ওপর ওই হামলার তীব্র নিন্দা জানাই। ভারত সবসময়ই নিজের সন্ত্রাসী ভাবমূর্তি আড়াল করতে উত্তর প্রদেশের হিন্দু জনগোষ্ঠীকে ব্যবহার করে। যখন তারা এটা করতে ব্যর্থ হয়, তখনই অমরনাথ যাত্রীদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালিয়ে মুসলিমদের ওপর দোষ চাপাতে চায়।’

তার দাবি, ‘ভারত কাশ্মিরের স্বাধীনতাকামীদের লড়াইকে সবসময়ই নেতিবাচক প্রক্রিয়ায় হাজির করতে চায় আর স্বাধীনতার সেই লড়াইকে নস্যাৎ করতে অমরনাথের এই হামলার মতো ঘটনাগুলোকে ব্যবহার করে।’

সোমবার রাত সাড়ে ৮টার দিকে অনন্তনাগ জেলায় অমরনাথের তীর্থযাত্রীদের উপর জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে বাহিনী। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি শুরু করার কথা বাহিনীর।পুলিশের দাবি হিজবুলের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস হামলাটি চালিয়েছে লস্কর জঙ্গিরা। হামলার মূল চক্রী আবু ইসমাইল। অনন্তনাগে একটি সিকিউরিটি চেকপোস্টের কাছে হামলার ঘটনাটি ঘটে। পুলিশের দাবি অনুযায়ী এই জঙ্গিদলটিই রাত সাড়ে আটটা নাগাদ পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

তবে লস্কর-ই তৈয়বার দাবি, কাশ্মিরবাসীর কেউই কখনও কোনও পূণ্যার্থীর ওপর হামলা চালায়নি।

/বিএ/

সম্পর্কিত
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি