X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জবাই করার জন্য ভারতে গরু বেচাকেনা করা যাবে

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ২১:২৩আপডেট : ১২ জুলাই ২০১৭, ০২:৪৩
image


জবাই করার জন্য ভারতে গরু বেচাকেনা করা যাবে




ভারতে জবাই করার উদ্দেশ্যে গরু কেনাবেচার ওপর সরকারের জারি করা নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, কিছু পরিবর্তন না করে আপাতত ভারতজুড়ে গরু জবাই বা জবাইয়ের উদ্দেশ্যে কেনাবেচা নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। এর ফলে  জবাই করার উদ্দেশ্যে ভারতে গরু বেচাকেনায় আপাতত আর বাধা থাকলো না।   
ভারতের সুপ্রিম কোর্ট বলেন, আদেশে নতুন কোনো পরিবর্তন না আসা পর্যন্ত দেশজুড়ে জারি করা এই নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জনমত সংগ্রহ করতে অন্তত তিন মাস সময় লাগবে।
গত মে মাসে, ভারত সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, কসাইখানায় জবাইয়ের জন্য পশুবাজারে গরু বা অন্য কোনও গবাদি পশু এখন থেকে কেনাবেচার জন্য নিয়ে আসা যাবে না। এমন কোনও পশু বাজারে নিয়ে আসতে হলে তার মালিককে এই মর্মে লিখিতভাবে জানাতে হবে যে, সেটি কসাইখানায় জবাই করার উদ্দেশ্যে বিক্রির জন্য নিয়ে আসা হয়নি। পাশাপাশি আরও বলা হয়, ক্রেতা-বিক্রেতার কাছ থেকে লিখিত হলফনামা নেওয়া হবে যে, সেটি বিক্রি করা হচ্ছে কেবল কৃষিকাজের জন্য।
এ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয় নানা মহলে। ব্যাপক বিক্ষোভ দেখান তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের বাসিন্দারা। উত্তর-পূর্বেও বিক্ষোভের মুখে পড়ে বিজেপি।
এক পর্যায়ে মাদ্রাজ হাইকোর্টে একব্যক্তি এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। পিটিশনে বলা হয়, আদেশটি ব্যক্তির খাদ্যাভ্যাস ও জীবনপদ্ধতি বেছে নেওয়ার বিষয়ে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে। বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রীয় সরকারের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন মাদ্রাজ হাইকোর্ট। কেন্দ্রের এই আদেশে শুধু তামিলনাড়ুই নয়, বিক্ষোভে ফুঁসে ওঠে প্রতিবেশী কর্ণাটক ও কেরালা রাজ্যও। এসব রাজ্যের বিধানসভায় কেন্দ্রের এই আদেশ প্রত্যাখ্যান করেন আইনপ্রণেতারা। আসাম ও মিজোরামে বিজেপির মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়।
এবার সুপ্রিম কোর্ট জানালেন, মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশটি তিন মাসের জন্য বহাল থাকছে, তা সারা ভারতে প্রযোজ্য হবে।
কোটি কোটি ডলারের মাংস ও চামড়ার বাজার রয়েছে ভারতের। এ শিল্পের সঙ্গে যুক্ত আছেন লাখো কর্মজীবী। কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞার পর এ শিল্পের ভবিষ্যৎ নিয়ে শিল্পমালিক ও কর্মজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
/এমএইচ/বিএ/এমএনএইচ/

সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা