X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে হত্যার অভিযোগে এক বাংলাদেশি আটক

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৭, ১৫:২৮আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৫:৩৪
image

সিঙ্গাপুরে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশি। সোহেল রানা  (৩৪)  নামের ওই ব্যক্তি লিম লিইং নামের এক ব্যক্তিকে গুরুতর আঘাতে আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। সিঙ্গাপুরভিত্তিক  সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, ৯ জুলাই রবিবার তিনি আটক হয়েছেন।১১ জুলাই মঙ্গলবার তার বিরুদ্ধে আদালতে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
সিঙ্গাপুরে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক বাংলাদেশি

স্ট্রেইট টাইমস-এর খবরে বলা হয়েছে, রবিবার সকাল ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে লিম লিইং নামে ওই ব্যক্তির ওপর বাংলাদেশি সোহেল রানা হামলা করেন বলে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, তিন সহযোগীকে নিয়ে তিনি এ হামলা চালান। তারা লিমকে কিল-ঘুঁষি মারেন ও মাথায় সজোরে আঘাত করেন।  পরে  সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র গেইলাং লরং এলাকা থেকে ৪২ বছর বয়সী লিম লিইং-এর মরদেহ উদ্ধার করা হয়।  

চীনের এক স্বান্ধ্যকালিন পত্রিকাকে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস জানিয়েছে, রাতদিন খোলা থাকা গেল্যাং-এর একটি কফির দোকানে দুই দল মানুষ কোনও একটি বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চীনের ওই স্বান্ধ্য পত্রিকা লিনহে ওয়ানবোহা জানিয়েছে, ওই বিবাদ থামাতে গিয়েছিলেন এক ব্যক্তি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একইদিনে  সোহেল রানাকে আটক করে আদালতে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। পরদিন সোমবার তার তিন সহযোগীর একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। অপর দুই সহযোগীকে খোঁজা হচ্ছে।

স্ট্রেইট টাইমস জানিয়েছে, সোহেল রানা এখন কেন্দ্রীয় পুলিশের হেফাজতে রিম্যান্ডে আছেন। এ ঘটনায় পূণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছে তারা। আগামী ১৮ জুলাই সোহেল রানাকে মালয়েশিয়ার আদালতে হাজির করা হবে। ‘গুরুতর আঘাত’-এ দোষী প্রমাণিত হলে জরিমানাসহ ১০ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ড হতে পারে তার।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা