X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিনদেশে চীনের প্রথম সামরিক ঘাঁটি, উদ্বিগ্ন ভারত

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৭, ১৬:০২আপডেট : ১২ জুলাই ২০১৭, ২০:৩৫
image

 ভিনদেশে প্রথমবারের মতো সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে বিশ্বের নতুন পরাশক্তি চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সামরিক ঘাঁটি স্থাপন করতে চীনা সামরিক বাহিনীর সদস্যরা এরইমধ্যে আফ্রিকার শিং খ্যাত দেশ জিবুতির পথে রওনা হয়েছে। চীনের এই তৎপরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত।

জিবুতিতে প্রথম  চীনা সামরিক ঘাঁটি স্থাপনের তৎপরতায় উদ্বিগ্ন ভারত

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী কয়েকটি জাহাজ দেশ ছেড়ে জিবুতির পথে রয়েছে। মঙ্গলবার রাতে এক সংক্ষিপ্ত প্রতিবেদনে সিনহুয়া জানায়, ‘জিবুতিতে একটি সাপোর্ট বেস স্থাপন করতে’ সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী জাহাজগুলো চীনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ঝানজিয়াং থেকে রওনা হয়েছে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী চীনের নৌবাহিনীর কমান্ডার শেন জিনলং ‘জিবুতিতে ঘাঁটিটি তৈরি করার আদেশটি পড়ে শুনিয়েছেন’। তবে কবে থেকে ওই ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

দুদেশের ‘বন্ধুত্বপূর্ণ সমঝোতা ও উভয় দেশের জনগণের অভিন্ন স্বার্থজনিত আগ্রহের ভিত্তিতে’ ঘাঁটিটি স্থাপনের সিদ্ধান্ত হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এতে দাবি করা হয়, আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় মানবিক ত্রাণ ও শান্তিরক্ষা, জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া ইত্যাদি মিশনে চীনের অংশগ্রহণ নিশ্চিত করবে এই ঘাঁটিটি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত জিবুতিতে গত বছর থেকে একটি সরবরাহ ঘাঁটি তৈরি করতে শুরু করে চীন। বেইজিং-এর দাবি অনুযায়ী, নির্দিষ্টভাবে সোমালিয়া ও ইয়েমেন উপকূলের সাগরে শান্তিরক্ষা ও মানবিক মিশনে অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলোতে সরবরাহ অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। তবে চীন যেখানে এই ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে, সেই জিবুতি ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। সে কারণে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের এই পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত।
অবশ্য বিদেশে চীনের এই প্রথম নৌঘাঁটিকে ‘সরবরাহ স্থাপনা’ বলে অভিহিত করছে বেইজিং। তারা বলছে, “ঘাঁটিটি দেশের বাইরে সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, সাগরে চীনা স্বার্থের সুরক্ষা ও জরুরি উদ্ধার ও সরিয়ে নেয়ার মতো দায়িত্বও পালন করতে পারবে, পাশাপাশি যৌথভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা বজায় রাখতে পারবে।” তবে বুধবার এক সম্পাদকীয়তে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, আনুষ্ঠানিকভাবে ‘সরবরাহ ঘাঁটি’ বলা হলেও এটি একটি সামরিক ঘাঁটি। এতে বলা হয়, “নিশ্চিতভাবে এটি দেশের বাইরে গণমুক্তি ফৌজের প্রথম ঘাঁটি এবং সেখানে সেনা ঘাঁটিও থাকবে। এটি কোনো বাণিজ্যিক সরবরাহ পয়েন্ট নয়। চীনের সামরিক স্থাপনা চীনের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বিশ্বের নিয়ন্ত্রণ গ্রহণ করার কোনো বিষয় এতে নেই।”

/বিএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!