X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় উপমহাদেশে আরও সক্রিয় হচ্ছে আল-কায়েদা: মার্কিন কংগ্রেসম্যান

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৪ জুলাই ২০১৭, ১২:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১২:৫২
image

ভারতীয় উপমহাদেশে নিজেদের অবস্থান ঘোষণার তিন বছর পর আরও সক্রিয় হচ্ছে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা। বিশেষ করে বাংলাদেশে নিজেদের কার্যক্রম শক্ত করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান। একইসঙ্গে পাকিস্তান ও আফগান সীমান্তেও নিজেদের জঙ্গি কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

ভারতীয় উপমহাদেশে আরও সক্রিয় হচ্ছে আল-কায়েদা: মার্কিন কংগ্রেসম্যান

কংগ্রেসম্যান সেথ জোনস বলেন, ‘ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশেই আল-কায়েদা বিশেষ ভাবে সক্রিয় হয়ে উঠছে। হামলারও পরিকল্পনা করছে তারা। নিজেদের মিডিয়া আস-সাহাবে প্রকাশিত সংবাদে প্রচারণা চালিয়েছে আল-কায়েদা।’ বৃহস্পতিবার কাউন্টার টেরোরিজম নিয়ে হাউস হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ‍উপকমিটিকে দেওয়া এক শুনানিতে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি কেন্দ্রের প্রধান জোনস বলেন, আল-কায়েদা ইতোমধ্যে আফগানিস্তান ও পাকিস্তানে কয়েকটি হামলা চালিয়েছে। ২০১৭ সালে গোষ্ঠীটি আফগানিস্তানের কান্দাহার, জাবুল, পাকতিকা, গজনি ও নুরিস্তান প্রদেশথেকে কয়েক শ’ সদস্য নিয়েছে তারা। বিগত ৫-১০ বছরের মধ্যে এখনই আফগানিস্তানে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি। তিনি বলেন, তালেবান ও আল-কায়েদার কারণে এই অঞ্চলে তেহরিক-ই তালেবান ও লস্কর-ই জাংভির মতো জঙ্গি গোষ্ঠীও আত্মপ্রকাশ করেছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে আল জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার উপস্থিতি ঘোষণা করে। জোনস দাবি করেন, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নিজেদের শক্ত অবস্থানের মাধ্যমেই এই ঘোষণা দেন জাওয়াহিরি। সেসময় জাওয়াহিরি বলেছিলেন, এই অঞ্চলে কায়দা আল-জিহাদ নামে একটি শাখা গড়ে তুলেছে আল-কায়েদা। জিহাদের মাধ্যমে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে এই সংগঠন।

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর গবেষক ক্যাথরেনি জিমারম্যান বলেন, ২০১৪ সালে ঘোষণা দেওয়া হলেও ভারতীয় উপমহাদেশে এখনও আল-কায়েদার অবস্থান দুর্বল। তিনি বলেন, এই গোষ্ঠীটি পাকিস্তানে কয়েকটি আস্তানা গড়ে তুলেছে। খোরাসানে পাশতুনরা কাজ চালায়। এখান থেকেই আফগানিস্তান ও ইরানে অভিযান পরিচালনা করে তারা। আর পাঞ্জাব থেকে ভারতীয় উপমহাদেশের কার্যক্রম চালায়

জিমারম্যান কংগ্রেসম্যানদের জানান, সাম্প্রতিক প্রচারণার মাধ্যমে আল-কায়েদা এই অঞ্চলে তাদের অবস্থান ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে।

/এমএইচ/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা