X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লন্ডনে এসিড হামলা: আরও এক কিশোর গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ২০:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২৩:০২

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে মাত্র ৯০ মিনিটের মধ্যে ৫টি এসিড হামলার ঘটনায় আরেকজন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতেই এক কিশোরকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার পর্যন্ত এসিড হামলায় ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

লন্ডনে এসিড হামলা: আরও এক কিশোর গ্রেফতার

বৃহস্পতিবার ইসলিংটন, স্টোক নিউইংটন ও হ্যাকনি এলাকায় দুই স্কুটার চালক মানুষের ওপর এসিড হামলা চালায়। দুটি স্কুটার চুরি করে হামলাটি চালায় তারা। টানা ৯০ মিনিট এই তিন এলাকায় একাধিক মানুষের মুখে এসিড ছুড়ে মারে দুই কিশোর।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে ডাকাতি ও শারীরিকভাবে মানুষকে আহত করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক জানান, তরল দাহ্য পদার্থ দিয়ে হামলার ঘটনার বৃদ্ধির ঘটনাটি আশঙ্কাজনক। তিনি বৃহস্পতিবারের হামলাকে পুরোপুরি নৃশংস হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, গতরাতের হামলায় জড়িতরা একাধিক ডাকাতির ঘটনায় সন্দেহভাজন। তারা গ্রেফতার হওয়ায় আমি খুশি।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যে এসিড ছোড়ার প্রবণতাও বেড়েছে। বিদ্বেষমূলকসহ বিভিন্ন হামলায় এসিডকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হচ্ছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত তিন বছরে লন্ডনে এসিড ব্যবহার করে অপরাধ সংঘটনের হার দ্বিগুণ হয়েছে। ইংল্যান্ডের অন্য এলাকাগুলোতে এ ধরনের অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ধরনের হামলার ঘটনা ২০১৪-২০১৫ সালের তুলনায় ২০১৬-২০১৭ সালে বেড়েছে। ২০১৪-২০১৫ সালে লন্ডনে এসিড ব্যবহার করে ১৮৬টি হামলা চালানো হয়েছিল। আর ২০১৬-২০১৭ সালে এ ধরনের হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৭-তে।

মার্চে মেট্রোপলিটন পুলিশ জানায়, লন্ডনে এসিড হামলার সংখ্যা ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৭৪ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে লন্ডনে ২৬১টি এসিড হামলা হয়েছিল যা ২০১৬ সালে বেড়ে ৪৫৪টিতে দাঁড়ায়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?