X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

তুরস্কে পালিত হচ্ছে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ১৬:৩০আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৭:০০
image

ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করছে তুরস্ক। গত বছরের আজকের এই দিনে (১৫ই জুলাই) সেখানে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে উৎখাতের চেষ্টা হয়েছিল বলে দাবি করে তুরস্কের ক্ষমতাসীন সরকার। তবে বিরোধীরা ব্যর্থ হওয়া অভ্যুত্থানের সুযোগ নিয়ে এরদোয়ানের ক্ষমতাকে নিরঙ্কুশ করার বিষয়টি সামনে নিয়ে আসেন।
তুরস্ক

গত বছর ১৫ই জুলাই সেনাবাহিনীর একাংশকে রাজপথে ট্যাংক নিয়ে, আকাশপথে যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে দেখা যায়। ওই দিনের সংঘর্ষে কমপক্ষে আড়াইশ মানুষ নিহত হন। কথিত সেই অভ্যুত্থান প্রচেষ্টা সফল হয়নি। অভ্যুত্থানকারীরা জনতার কাছে হেরে যায়। আটক করা হয় অসংখ্য মানুষকে। চাকরি থেকে বরখাস্ত করা হয় হাজার হাজার কর্মকর্তা, কর্মচারীকে।

দিনটিকে উদযাপন করতে আজ শনিবারকে ‘গণতন্ত্র ও ঐক্য’ ঘোষণা দিয়ে তুরস্কে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনভর আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ইস্তাম্বুলের রাস্তাগুলোতে বিশাল বিশাল বিলবোর্ড-পোস্টার টানানো হয়েছে। পোস্টারগুলোতে অভ্যুত্থানবিরোধী জনগণকে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে।  

দিনটি উপলক্ষ্যে রাজধানী আঙ্কারায় এরদোয়ান সমর্থকদের র‌্যালি করার কথা রয়েছে। পার্লামেন্ট ভবনের সামনে যেখানে বিদ্রোহী সেনারা বোমা ফেলেছিল সেখানে প্রেসিডেন্ট এরদোয়ান ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুলের বস্ফোরাস সেতুর যেখানে জনগণ অভ্যুত্থানের চেষ্টাকারী বিদ্রোহী সেনাদের মোকাবিলা করেছে, সেখানেও অপর এক র‌্যালিতে এরদোয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে।  

অভ্যুত্থান-প্রচেষ্টায় অংশ নেওয়া  ওইসব সেনাদের কয়েক ঘণ্টার মধ্যে থামিয়ে দেয় প্রেসিডেন্ট এরদোগানের সমর্থকরা। তারা রাজপথে নেমে পড়ে। নিজেরা সংগঠিত হয়ে ট্যাংকের সামনে দাঁড়ায়। এতে অভ্যুত্থানকারীরা থমকে যায়। তাদেরকে আটক করা হয়। এখনও চলছে এর বিচার কার্যক্রম।

অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করা হয় যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ও তার অনুসারীদের। কিন্তু ফেতুল্লাহ গুলেন এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ওদিকে অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে জারি করা হয় জরুরি অবস্থা। তা এখনও অব্যাহত আছে। উল্লেখ্য, ওই ঘটনার পর কমপক্ষে অর্ধ লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এক লাখেরও বেশি মানুষকে।

ব্যর্থ ওই অভ্যুত্থানচেষ্টাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট তার রাজনৈতিক উদ্দেশ্য ও স্বার্থ হাসিল করছেন বলে দাবি এরদোয়ান বিরোধীদের। কারণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর থেকেই বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছেন এরদোয়ান।

সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের