X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাবার বানিয়ে গরিবদের মাঝে বিতরণ করে ৬ বছরের মিলি

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ২৩:৪১আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২৩:৪১

খাবার বানিয়ে গরিবদের মাঝে বিতরণ করে ৬ বছরের মিলি এমন ঘটনা সচরাচর ঘটে না। ছয় বছরের একটি বাচ্চা মেয়ে দুপুরের খাবার তৈরি করে তা নিজেই প্যাকেট করছে। পরে একাই তা গৃহহীন মানুষদের মধ্যে বিতরণ করছে। কিন্তু সপ্তাহের প্রতি শনিবার এই কাজটি করেই কাটে মিলি ম্যাথুজের। ব্রিস্টলের গৃহহীনদের মধ্য সে ঘরে তৈরি দুপুরের খাবার প্যাকেট করে বিতরণ করে।

মাত্র ছয় বছরের এই নিঃশ্বার্থ শিশুটি ১৮ জনের দুপুরের খাবারে নিজের সময় ব্যয় করে। প্রতিটি খাবারের সঙ্গে হাতে লেখা একটি বার্তা থাকে। এসব খাবার বিতরণ করা হয় ব্রিস্টলের সিটি সেন্টারের এখানে-সেখানে ঘুমিয়ে জীবন কাটানোর মানুষদের মাঝে।

মিলির মা এমা জানান, একদিন ভিক্ষার জন্য এক গৃহহীন মানুষ তাদের কাছে আসার পর থেকেই এ কাজে অনুপ্রাণিত হয় মিলি। ওই দিনই প্রথমবারের মতো গৃহহীনদের সত্যিকারের দুর্দশা নিজের চোখে দেখতে পায়।

খাবার বানিয়ে গরিবদের মাঝে বিতরণ করে ৬ বছরের মিলি

এমা বলেন, আমরা শায়ারহ্যাম্পটনে গাড়িতে বসে ছিলাম। এ সময় এক গৃহহীন মানুষ ভিক্ষার জন্য আমাদের কাছে আসে। আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না। তখন ওই ব্যক্তি চলে যায়। কিন্তু মিলি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এর আগে কখনও মিলি গৃহহীন কোনও মানুষ দেখেনি।

এমার আরও বলেন, এরপর মিলি সাঁতার শিখতে চলে যায়। সাঁতার শেষেও বিষয়টি তাকে ভাবাতে থাকে। গৃহহীন মানুষেরা ঘরে থাকে না- এটা কোনওভাবেই বিশ্বাস করতে পারছিল না সে। মানুষ বালিশ ছাড়া ঘুমাতে পারে সে এটাও মানতে পারছিল না। সে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, রাতে বৃষ্টি হলে তাদের অবস্থা কী হয়?

এমা জানান, বাসায় ফিরে মিলি ব্রিস্টলের গৃহহীনদের জন্য একটি পরিকল্পনা হাতে নেয়। তার পরিকল্পনা ছিল ম্যাকডোনাল্ড’স থেকে কিনে সব গৃহহীনদের এক বেলার খাবার দেওয়া। কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে তার জমানো অর্থে এটা করা যাবে না। তখন সে আমার কাছে আবদার করে সপ্তাহের একদিন তাকে কিছু জিনিস কিনে দিতে হবে। সে নিজেই একটি তালিকা করে এবং তা অনুসারে কেনাকাটা করে। 

খাবার বানিয়ে গরিবদের মাঝে বিতরণ করে ৬ বছরের মিলি

শুধু জিনিস কিনেই কাজ শেষ করে না মিলি। শনিবার পুরো সকালটাই তার কাটে স্যান্ডউইচ বানাতে, প্রতিবেশীদের কাছে কাছ থেকে ব্যাগ সংগ্রহ করতে এবং নিজের হাতে চিরকুট লিখতে। এরপর সে দুই ঘণ্টা সিটি সেন্টারে হেঁটে হেঁটে তার তৈরি ১৮টি খাবারের প্যাকেট বিলি করে। এসব কাজে বাবা-মায়ের খুব একটা সহযোগিতা নেয় না মিলি।

প্রথম খাবার বিতরণের অভিজ্ঞতার কথা জানিয়ে এমা বলেন, প্রথম গৃহহীন মানুষের কাছে যাওয়ার পর মিলি স্নায়ুচাপে ভুগছিল। কিন্তু সে ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস, তিনি কি দুপুরে খাবার চান। ওই ব্যক্তি খাবারটি গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। মিলি যখন ওই ব্যক্তির কাছ থেকে ফিরে আসছিল, তখন তার মুখে ছিল হাসি, খুব আনন্দিত ছিল। প্রথম দিন ১৮টি প্যাকেট তৈরি করলেও আমরা ১৫টি দিতে পেরেছিলাম। এই কাজটি করে সে ভীষণ গর্বিত। আমি নিজেও তার এমন কাছে গর্ববোধ করি। সূত্র: মিরর ইউকে।

/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ