X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাগদাদি জীবিত?

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১৭:২০আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৯:০৫
image

বাগদাদি
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর নেতা আবু বকর আল বাগদাদি জীবিত আছেন বলে এবার দাবি করেছেন এক শীর্ষস্থানীয় কুর্দি সন্ত্রাসবিরোধী কর্মকর্তা। ওই কর্মকর্তার দাবি,  বাগদাদির জীবিত থাকার ব্যাপারে তিনি ৯৯ শতাংশ নিশ্চিত। সোমবার (১৭ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন, আইএস প্রধান এখন সিরিয়ার রাকা শহরের দক্ষিণের এলাকায় অবস্থান করছেন। এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধানও একই দাবি করেছিলেন।

সাম্প্রতিক সময়ে আলাদা আলাদা কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। গতমাসে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিও বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছে। 

তবে এইসব খবর নাকচ করে দিয়ে কুর্দি সন্ত্রাসবিরোধী কর্মকর্তা লাহোর তালাবানি রয়টার্সকে বলেন, “বাগদাদি নিশ্চিতভাবে বেঁচে আছেন। তিনি মারা যাননি। তিনি জীবিত বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমাদের বিশ্বাসমতে তার জীবিত থাকার সম্ভাবনা ৯৯ ভাগ।”

তালাবানি আরও বলেন, ‘এ কথা ভুলে গেলে চলবে না যে ইরাকে আল কায়েদার দিনগুলোতে তার উত্থান। তিনি নিরাপত্তা সংস্থাগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। কী করছেন তা তিনিই জানেন।”


এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধান আবু আলি আল-বসরিও আইএস প্রধান বাগদাদির মৃত্যুর খবর অস্বীকার করেছিলেন। আল-সাবাহ পত্রিকাকে এক সাক্ষাৎকারে তিনিও বলেছিলেন, বাগদাদি এখনও সিরিয়ার রাক্কার বাইরে একটি এলাকায় লুকিয়ে রয়েছেন।

 

/এফইউ/ 

সম্পর্কিত
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫