X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন গোপন বৈঠকের খবর ফাঁস

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১১:৫৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১১:৫৯
image

চলতি মাসে জার্মানিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একবার নয়, বৈঠক হয়েছিল দু্ইবার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তবে সিএনএন-কে হোয়াইট হাউস  দ্বিতীয়বার দুই বিশ্বনেতার মিলিত হওয়ার স্বীকারোক্তি দিলেও একে দ্বিতীয় বৈঠক বলতে রাজি হয়নি। আর প্রকাশিত খবরকে ভিত্তিহীন গুজব আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প-পুতিন

ইউরেশিয়া গ্রুপের নিউজ লেটারে প্রথম কথিত সেই দ্বিতীয় বৈঠকটি গোপন করার খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, দুই প্রেসিডেন্টের মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকের কয়েক ঘণ্টা পর একজন রুশ অনুবাদকের উপস্থিতিতে দু’জন একান্তে কথা বলেন। তবে পুতিন ও ট্রাম্পের মধ্যকার কথোপকথন প্রকাশ করা হয়নি।

প্রথম আনুষ্ঠানিক বৈঠকে দুই প্রেসিডেন্ট অন্যান্য বিষয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত রুশ হস্তেক্ষেপের বিষয় নিয়ে আলোচনা করেন। প্রকাশিত খবরের দাবি অনুযায়ী, ওই হস্তক্ষেপের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু হওয়ার পর এই প্রথম দুই চিরশত্রু দেশের প্রেসিডেন্টরা মুখোমুখি আলোচনায় মিলিত হন। হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে কোনো একটি খাবার টেবিলে অঘোষিত দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজের জায়গা থেকে উঠে গিয়ে পুতিনের পাশের একটি খালি চেয়ারে বসে পড়েন। প্রপ্রতিবেদন অনুযায়ী, এ সময় ট্রাম্পের সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা ছিলেন না কিন্তু পুতিনের সঙ্গে তার সরকারি অনুবাদক ছিলেন। এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

চলতি মাসের গোড়ার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হলেও এতোদিন হোয়াইট হাউজ বিষয়টি প্রকাশ করেনি। তবে সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর দ্বিতীয়বার দেখা হওয়ার স্বীকারোক্তি দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং সিএনএন-এ প্রকাশিত প্রতিবেদনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সূত্রে দ্বিতীয়বার আলোচনার খবর নিশ্চিত করা হয়। তেবে একে বৈঠক বলতে নারাজ তারা। ওই দুই সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প-পুতিনের মধ্যে ‘সংক্ষিপ্ত কথাবার্তা’ হয়েছে। এটাকে ‘দ্বিতীয় বৈঠক’ বলা যায় না।

যুক্তরাষ্ট্রে গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রাশিয়ার সংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্পর্ককে নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহল, মিত্র ও গণমাধ্যমগুলো। দেশটির গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে সহায়তা করেছে রাশিয়া। যদিও রাশিয়া ও ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ডোনাল্ড ট্রাম্প নিজে এক টুইটি বার্তায় জি-২০ সম্মেলনে দুই নেতার ‘গোপন নৈশভোজ’ ও বৈঠকের বিষয়টিকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছেন।

/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী