X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৬:১০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:১২
image

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘সস্তা ও মূল্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেওয়ার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পররাষ্ট্র দফতর সূত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ‌‌‘অপতৎপরতা’ সমর্থনকারী ১৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তি এ নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বে ।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানসহ অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে বিদ্বেষী পদক্ষেপ গ্রহণকারী মার্কিন নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে তেহরান।

নিষেধাজ্ঞার যুক্তি হিসেবে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষতিকর কর্মকান্ডে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি ক্ষুন্ন  হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।” সিরিয়া সরকার এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের সমালোচনাও করা হয়েছে ওই বিবৃতিতে।   বলা হয়, “ইরান হিজবুল্লাহ, হামাস, ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো দলগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। যাতে করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হচ্ছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিজ জনগণের ওপর নৃশংসতা চালিয়ে যাওয়ার পরও ইরান আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।”অন্যদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দিয়েও ইরান সেখানকার যুদ্ধ প্রলম্বিত করছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অচিরেই তেহরানের নয়া নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা  হবে।

২০১৬ সালের জানুয়ারিতে পারমাণবিক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে তেহরানের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহযোগিতার অভিযোগে সে দেশের ১১টি কোম্পানি ও ব্যক্তির ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি ইরানের এ নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন।

/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা