X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় মার্কিন সেনাদের গোপন অবস্থান ফাঁস করেছে তুরস্ক

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৭:০৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৭:৫০

সিরিয়ায় মার্কিন সেনাদের গোপন অবস্থান ফাঁস করেছে তুরস্ক সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের গোপন অবস্থান ও ঘাঁটির ঠিকানা ফাঁস করেছে তুরস্ক। এসব ঘাঁটি ও অবস্থান থেকে মার্কিন সেনারা আইএসের তথাকথিত রাজধানী রাক্কা দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় মার্কিন সেনাদের অবস্থানের কথা ফাঁস করা হয় বলে ডেইলি বিস্ট নামের সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। তুর্কি কর্মকর্তারা আনাদোলুর প্রকাশিত তালিকার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরিয়ায় মার্কিন নীতি নিয়ে তুরস্কের অসন্তুষ্টি রয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমালোচনাও করা হয়েছে তুরস্কের পক্ষ থেকে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়ানীতিরও সালোচনা করেছিল তুরস্ক। বিশেষ করে, আইএসবিরোধী লড়াইয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র ওপর যুক্তরাষ্ট্রের নির্ভর করা নিয়ে আপত্তি ছিল তুরস্কের। পিকেকে তুরস্কের কাছ থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। তুরস্ক সরকার পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু সিরিয়ায় মার্কিন সেনাদের বেশ কয়েকটি অবস্থানের তালিকা প্রকাশ করেছে। দুটি অবস্থানে ফ্রান্সের স্পেশাল ফোর্সের সদস্যরাও অবস্থান করছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলের হাসাকা প্রদেশের রমেইলান রয়েছে দুটি মার্কিন ঘাঁটি। আনাদোলু প্রকাশের আগে থেকেই আলেপ্পোর কোবানি অঞ্চলের খারাব ইশক-এ মার্কিন সেনাদের ঘাঁটি থাকার জানা গিয়েছিল। রমেইলান সিরিয়ার তেল উৎপাদনকারী জেলা। এখানে ২০১৬ সালের নভেম্বরে মার্কিন সেনারা ঘাঁটি গড়ে তোলে। এই ঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করতে পারে। একই বছরের মার্চে কোবানির ঘাঁটিটিতে শুধু সামরিক হেলিকপ্টার চলাচল করতে পারে।

রাক্কা শহরে আটটি ফাঁড়ি রয়েছে মার্কিন সেনাদের। এসব ঘাঁটি সংরক্ষিত এলাকা এবং সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হয় বলে জানিয়েছে আনাদোলু।

হাসাকা প্রদেশে তিনটি ফাঁড়ির কথা বলা হয়েছে খবরে। এই তিনটিতে কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে দাবি করেছেন তুর্কি নিরাপত্তা কর্মকর্তারা। তিনটির মধ্যে দুটিতে অবস্থানরত  মার্কিন সেনাদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাক্কায় তিনটি ও মানবিজে দুটি মার্কিন সেনাদের ফাঁড়ি রয়েছে।

এই তালিকা প্রকাশ হওয়াতে সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে মার্কিন সেনারা বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিনজোট এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের  মুখপাত্র কর্নেল জো স্করোচা জানান, সেনাদের নির্দিষ্ট সংখ্যা ও অবস্থানের তথ্য গুরুত্বপূর্ণ। এতে করে জোট ও মিত্রদের সেনারা শত্রুদের হামলার মুখে পড়তে পারেন। এ ধরনের তথ্য প্রকাশ করাটা অপেশাদার আচরণ। সূত্র: ডেইলি বিস্ট।

/এএ/

সম্পর্কিত
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস