X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আল-জাজিরা বন্ধের শর্ত প্রত্যাহার করলো সৌদি জোট

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৯:৪২আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৯:৫৩
image

কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির সংবাদমাধ্যম আল-জাজিরা বন্ধের শর্ত থেকে সরে এসেছে সৌদি নেতৃত্বাধীন চার দেশীয় জোট। জাতিসংঘে নিয়োজিত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মোয়াল্লিমি জানিয়েছেন আগের ১৩ শর্ত থেকে সরে এসে সৌদি জোট কাতারকে যে নতুন ৬টি শর্ত দিয়েছে তাতে আল-জাজিরা বন্ধ করা জরুরি নয়।  



আল জাজিরা
মঙ্গলবার জাতিসংঘে নিয়োজিত সাংবাদিকদের মোয়াল্লিমি জানান, চার আরব দেশ মনে করে সহিংসতায় উসকানি বন্ধ করাটা আবশ্যক, কিন্তু এক্ষেত্রে আল-জাজিরা বন্ধ করাটা জরুরি নাও হতে পারে। তিনি বলেন, “কেবল যদি আল জাজিরা বন্ধ করাই সেই লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হয় তাহলে ঠিক আছে। কিন্তু আমরা যদি আল-জাজিরা বন্ধ না করেই তা করতে পারি সেটাও ভালো। গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট লক্ষ্য ও নীতি পূরণ হচ্ছে কিনা সেদিকে খেয়াল করা।” এর আগে গত মাসে কাতারকে সৌদি জোটের বেঁধে দেওয়া ১৩ শর্তের মধ্যে আল-জাজিরা বন্ধ করে দেওয়ারও দাবি করা হয়েছিল।

মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাতারকে দেওয়া ১৩ শর্ত থেকে সরে আসার কথা জানায় সৌদি জোট। এর পরিবর্তে কাতারকে নতুন করে ৬ টি ‘মূলমন্ত্র’ মেনে চলার আহ্বান জানিয়েছে দেশগুলো। অবশ্য, এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের খবর সংগ্রহে নিয়োজিত এক দল সাংবাদিককে সৌদি জোটের কূটনীতিকরা বলেন, তারা বন্ধুত্বপূর্ণ সংকট সমাধানে আগ্রহী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের কূটনীতিকরা আরও বলেন, তারা এখন চান কাতার ছয়টি মূলমন্ত্র গ্রহণ করুক।

কাতার সৌদি জোটকে নতুন করে যে ছয়টি শর্ত দিয়েছে সেগুলো হলো-

সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলার অঙ্গীকার করা, সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অর্থায়ন না করা ও তাদের জন্য নিরাপদ আশ্রয় না হওয়া।

বিদ্বেষ ও সহিংসতায় উসকানি দেয় এমন সব বক্তব্য ও প্ররোচনা থেকে বিরত থাকা।

২০১৩ সালের রিয়াদ সমঝোতা চুক্তি ও সম্পূরক চুক্তি এবং জিসিসির রূপরেখার মধ্যে থেকে চুক্তি বাস্তবায়নের পূর্ণ সম্মতি।

২০১৭ সালের মে মাসে রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকান সামিটের ফলাফলের প্রতি আনুগত্য বজায় রাখা

রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অবৈধ সংগঠনের প্রতি সমর্থন প্রদান থেকে বিরত থাকা।

সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকা।

জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেওয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ। শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। সে সময়সীমা শেষ হওয়ার পর ২ জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। সেই সময়সীমাও শেষ হওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না