X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
রয়টার্স-এর বিশেষ প্রতিবেদন

‘মাদকাসক্তি’র অজুহাত কাজে লাগিয়েই বাস্তবায়িত হয়েছিল সৌদি ‘প্রাসাদ ষড়যন্ত্র’

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১৬:০০আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৬:০৩
image

 

সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সালমান নিজের ছেলেকে যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণা করতে গিয়ে ভাতুষ্পুত্র বিন নায়েফের ‘মাদকাসক্তি’কে অজুহাত হিসেবে ব্যবহার করেছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে ২১ জনু সেই রাতের ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে। বিন নায়েফের ঘনিষ্ঠ সূত্রসহ প্রাসাদের বিভিন্ন সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক রাতের ব্যবধানে সৌদি সিংহাসনের উত্তরাধিকার বদলে গিয়েছিল নায়েফের মাদকাসক্তিকে কারণ হিসেবে দেখিয়ে।
‘মাদকাসক্তি’র অজুহাত কাজে লাগিয়েই বাস্তবায়িত হয়েছিল সৌদি ‘প্রাসাদ ষড়যন্ত্র’

উপ-প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তখনকার সৌদি রাজতন্ত্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ক্রাউন প্রিন্স বিন নায়েফ। তার ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ২০০৯ সালে এক আল কায়েদা হামলায় তিনি বেঁচে গেলেও তার দেহে থেকে যায় শার্পনেল।গত কয়েক বছরে বিন নায়েফ সুইজারল্যান্ডে অন্তত তিনবার চিকিৎসার জন্য গিয়েছিলেন জানিয়ে প্রাসাদের একটি সূত্র জানায়, শার্পনেল বের করা যায়নি বলে মরফিনের মতো ওষুধের উপরই চলতেন তিনি। তবে এই ওষুধের ব্যবহার তার আসক্তিজনিত নাকি অপরিহার্য কারণেই তিনি তা ব্যবহারে বাধ্য হতেন, তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি।

নায়েফের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেতরে ভেতরে তার দ্বারা চ্যালেঞ্জ অনুভব করছিলেন বাদশাহ সালমান। আর এরই এক পর্যায়ে ২১ জুন প্রাসাদে যাওয়ার পর তাকে পদত্যাগ করতে বলেন বাদশাহ, আনুগত্য স্বীকার করতে বলেন তার প্রিয়তম ছেলে মোহাম্মদের কাছে।

পদচ্যুত ক্রাউন প্রিন্সের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, বাদশাহ সরাসরি ভাতুষ্পুত্রের সামনে পদত্যাগের যুক্তি হাজির করেছিলেন। বলেছিলেন, ‘আমি চাই তুমি পদত্যাগ কর। এত বলার পরও আসক্তি কাটাতে তুমি কোনো চিকিৎসাই নিচ্ছ না, যা তোমার সিদ্ধান্ত গ্রহণে মারাত্মক প্রভাব ফেলছে’।”

বেনামি এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, বাদশাহর নামে ফোন করে একটি চিঠি পড়ে শোনানো হয় সব সদস্যদের, যাতে লেখা ছিল- ক্রাউন প্রিন্সের আসক্তি চরমে উঠেছে, দুই বছর ধরে চেষ্টার পরও চিকিৎসা নেওয়ানো যায়নি তাকে। বাদশার চিঠিকে উদ্ধৃত করে বিন নায়েফের ঘনিষ্ঠজন জানান,  বাদশাহ তার কথিত আসক্তিকে ‘বিপজ্জনক অবস্থা’ উল্লেখ করে তার স্থলে মোহাম্মদ বিন সালমানকে মনোনীত করার যুক্তি হাজির করেছিলেন।

স্বাধীন কোনো সূত্র থেকে বিন নায়েফের ওষুধ আসক্তির বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। প্রাসাদের কোনো কর্মকর্তাও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি