X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পুরাতত্ত্বে অস্ট্রেলীয় মানব ইতিহাসের নতুন নিশানা

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ২০:৪৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ২৩:১৮
image

ইউরোপে মনুষ্য প্রজাতির পদার্পণ শুরু হওয়ারও প্রায় ২০ হাজার বছর আগেই অস্ট্রেলিয়ায় মানুষের পদচিহ্ন পড়েছিল বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ গবেষকরা বলছেন, অস্ট্রেলিয়ার আদিবাসীরা ৪৫ হাজার বছর নয় বরং ৬৫ হাজার বছরের পুরনো।। বিজ্ঞান ও গবেষণাভিত্তিক ব্রিটিশ সাময়িকী নেচারে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

উত্তরাঞ্চলে খুঁজে পাওয়া পাথর শিল্প থেকে এ আবিষ্কার হয়েছে
অস্ট্রেলিয়ার অ্যাবোরিজিন বা আদিবাসীদের বিশ্বের প্রাচীনতম সভ্যতার ধারক বলে মনে করা হয়। তবে কখন থেকে তারা অস্ট্রেলিয়ায় এসেছেন তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ বলে থাকেন ৪৫ হাজার বছর আগে থেকে আদিবাসীরা অস্ট্রেলিয়ায় আছেন, আবার কেউ বলেন তারা ৬০ হাজার বছর আগে থেকে আছেন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন কম ছিল তখন আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপগুলো থেকে তারা অস্ট্রেলিয়ায় গমন করতে শুরু করেছিলেন।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ক্রিস ক্লার্কসনের নেতৃত্বে নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়, আফ্রিকায় আধুনিক মানব সভ্যতার প্রথম বিবর্তন হয় ২ লাখ থেকে ৩ লাখ বছর আগে। ইউরোপ ও আফ্রিকার আপেক্ষিক নৈকট্য থাকা সত্ত্বেও ইউরোপীয়দের উপস্থিতির প্রথম নিদর্শনটি মাত্র ৪৫ হাজার বছরের পুরনো। আর তারও ২০ হাজার বছর আগে অর্থা এখন থেকে ৬৫ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় গমন করেছে মানুষ।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে পৃথিবীর প্রাচীনতম পাথর কাটার যন্ত্র, ‘দর্শনীয় পাথর শিল্প’ এবং অন্যান্য হস্তনির্মিত শিল্পকর্মের সন্ধান লাভ থেকে বোঝা যায়, অস্ট্রেলিয়ায় ৬৫ হাজার বছর আগে থেকে মানুষের উপস্থিতি ছিল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার তীরে পৌঁছানো মানুষদের হাতে অত্যাধুনিক পাথর কাটার যন্ত্রের পাশাপাশি তখন বর্শাও ছিল। প্রাচীন সেই নিদর্শনগুলো পাওয়া গেছে মিরার গোত্রের এলাকা মাদজেদবেবে ঐতিহ্যবাহী ভূমিতে ।   

গুহার দেয়ালে আদিবাসী পেইন্টিং
নেচারে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা দাবি করেছেন, প্রায় ৬৫ হাজার বছর আগে মাদজেদবেবে বসতি স্থাপনের বিষয়টি অস্ট্রেলিয়ায় মানুষের উপনিবেশিকরণ শুরু হওয়ার ন্যুনতম বয়সকে ইঙ্গিত করে। আফ্রিকা ও দক্ষিণ এশিয়া থেকে বিচ্যুত হয়ে নতুন জায়গায় আধুনিক মানুষদের বিচরণ শুরু করার বিষয়টি সামনে আসে। এ যাত্রার শেষ পর্যায়টি যে সময়ে হয়েছিল তখন অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল অপেক্ষাকৃত শীতল ও আদ্র ছিল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কম ছিল।

গবেষণাটি নিয়ে নেচারে প্রকাশিত নিবন্ধে আরিজোনা স্টেট ইউনিভার্সিটির অদ্রাপক কার্টিস মারিয়ান লিখেছেন, “আফ্রিকা ছাড়তে শুরু করার পর কত দ্রুত মানুষ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। তিনি লিখেছেন, ‘আমরা এখন জানি প্রায় ৭০ বছর আগে আধুনিক মানবজাতি আফ্রিকা ছাড়ার পর দ্রুত একটি উপকূলীয় এলাকার দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। আর সেটাই তাদের জন্য অস্ট্রেলিয়ায় গমনের জন্য প্রস্থান দ্বার হয়ে উঠেছিল।”

/এফইউ/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরি হামলা, নিহত ৬
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন