X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলতি বছর পাকিস্তানকে সামরিক সহযোগিতা করবে না যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১০:২৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ১১:২৮

চলতি বছর পাকিস্তানকে সামরিক সহযোগিতা করবে না যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে কঠোর শর্ত চাপানোর পক্ষে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ প্যানেলে ভোট নেওয়া হয়। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস মার্কিন কংগ্রেসকে জানান, হক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান। এরপর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন সরাসরি ঘোষণা করে, এ বছর পাকিস্তানকে আর কোনও সামরিক সহযোগিতা দেওয়া হবে না।
ট্রাম্প প্রশাসন পাকিস্তানের প্রতি যথেষ্ট কড়া অবস্থান নিতে চাইছে। এই সিদ্ধান্ত তারই ফলশ্রুতি। কিন্তু ম্যাটিসের এই সিদ্ধান্তের ফলে বিপুল মার্কিন অনুদানের যে ৫ কোটি ডলার সাহায্য আসার কথা ছিল, তা আর আসবে না ইসলামাবাদের হাতে। কূটনীতিকদের দাবি, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে যথেষ্ট চাপে পড়তে হবে।  
সাবেক এক মার্কিন কূটনীতিক উইলিয়াম মিলাম ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত পাকিস্তানে মার্কিন দূত হিসেবে কাজ করেছেন। তিনি দাবি করেছেন, ভারত ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ইসলামাবাদের স্বার্থ রক্ষায় তালেবান, হক্কানি ও লস্কর ই তইবার মতো জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে পাকিস্তান।
মিলামের মতোই সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক কর্মকর্তা ফিলিপ রেনারও মনে করেন,  পাকিস্তানের গোয়েন্দা সংস্থা  আইএসআই এসব জঙ্গিগোষ্ঠীগুলিকে  মদত ও সুরক্ষা দিয়ে আসছে।
সাবেক এক রিপাবলিকান সিনেটর দাবি করেছেন,  পাকিস্তানকে উত্তর কোরিয়ার মতো ‘দুর্বৃত্ত দেশ’ হিসেবেই দেখা উচিত আমেরিকার। ল্যারি প্রেসলার নামের সাবেক এই সিনেটের, ‘নেবার্স ইন আর্মস: অ্যান আমেরিকান সিনেটর্স কোয়েস্ট ফর ডিসআর্মামেন্ট ইন অ্যা নিউক্লিয়ার সাবকন্টিনেন্ট’-এ বলেছেন, “সন্ত্রাস-প্রশ্নে পাকিস্তান নিজের অবস্থান না পাল্টালে তাদের দেশকেই ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা উচিত। আমার মতো অনেক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এই কথা আগেও বলেছেন। ১৯৯২ সালে প্রথম বুশ প্রশাসন সেটা অনেকটা ভেবেও ফেলেছিল।’’
মার্কিন কংগ্রেসে পেশ করা এক রিপোর্টে সম্প্রতি পাকিস্তানকে এশিয়ার এমন এক দেশ যেখানে জঙ্গিরা লালিত-পালিত হয় বলে উল্লেখ করা হয়েছে। এরপরই মার্কিন প্রশাসনের অনেক সাবেক কূটনীতিক মুখ খুলছেন। বৃহস্পতিবার একটি অনলাইন পোর্টালে মিলাম এবং রেনারের প্রতিক্রিয়া এই রিপোর্টের ‍সূত্র ধরেই এসেছে।
মিলাম আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ আফগানিস্তান নিয়ে কোনও উৎসাহ নেই পাকিস্তানের। কারণ সেখানে তাদের চিরশত্রু ভারতের প্রভাব থাকবে। আফগানিস্তানে স্বার্থ জিইয়ে রাখতে জঙ্গি গোষ্ঠীগুলিকেই ‘বিকল্প’ হিসেবে রেখেছে তারা।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।
/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা