X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সামরিক শাসনের মেয়াদ বাড়লো ফিলিপাইনের মিন্দানাউ দ্বীপে

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৭:২১আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৭:২১

মিন্দানাউ দ্বীপে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের জারি করা সামরিক শাসনের মেয়াদ বাড়িয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সমর্থক ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্য এই সামরিক শাসন জারি করেছিলেন দুয়ার্তে। এই দ্বীপের মারাউই শহরটির একাংশ দখল করেছে ইসলামি বিদ্রোহীরা।

সামরিক শাসনের মেয়াদ বাড়লো ফিলিপাইনের মিন্দানাউ দ্বীপে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের মে মাসে আইএসের হয়ে মারাউই শহরের একাংশ দখল করে ইসলামি বিদ্রোহীরা। এরপর তাদের উচ্ছেদে অভিযান শুরু করে ফিলিপাইনের সেনাবাহিনী। অভিযান সফল করতে রদ্রিগো দুয়ার্তে সামরিক শাসন জারি করেছিলেন। ৬০ দিনের জন্য জারি করা সামরিক শাসনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২২ জুলাই। এর মধ্যেই দেশটির আইনপ্রণেতারা এই মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন।

দুয়ার্তে দাবি করেছেন, সামরিক শাসনের মেয়াদ বাড়ানোটা জরুরি ছিল। কিন্তু তার সমালোচকরা দাবি করেছেন, আরও বেশি ক্ষমতা কুক্ষিগত করতেই মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন দুয়ার্তে।

মিন্দানাউ দ্বীপে বেশ কয়েকটি ইসলামি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে বলে দাবি সরকারের।

সেনাবাহিনী প্রধান জেনারেল এডুয়ার্ডো আনো বলেছেন, ইসলামি জঙ্গিদের চলাফেরা সীমিত করতে মেয়াদ বাড়ানোর প্রয়োজন ছিল। তিনি সতর্ক করে বলেছেন, দ্বীপটির অন্যান্য এলাকাতেও বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে।

ফিলিপাইনের কংগ্রেসে মেয়াদ বাড়ানোর ভোট শুরুর আগে নিরাপত্তা কর্মকর্তারা জানান, অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক শাসন জরুরি।

কর্মকর্তাদের দাবি, মারাউই শহরের ৪৯ হেক্টর এলাকায় মাত্র ৬০ জন বন্দুকধারী অবস্থান করছে।  এছাড়া আইএস সমর্থক ১ হাজার যোদ্ধা শহরটির দক্ষিণে রয়েছে। তাদের কাছে ২৩জন জিম্মি রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ