X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিউ ইয়র্ক টাইমসের কারণেই যুক্তরাষ্ট্রের হাতছাড়া বাগদাদি!

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত খবরের কারণেই যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়েছেন আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি। তবে এমন দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের কারণেই যুক্তরাষ্ট্রের হাতছাড়া বাগদাদি!

শনিবার এক টুইটে এ দাবি করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় অপরাধী আল-বাগদাদিকে হত্যার পরিকল্পনা ভেস্তে গেছে ব্যর্থতায় নিমিজ্জত নিউ ইয়র্ক টাইমসের কারণে। জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের ক্ষতিকর এজেন্ডা।’

শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্বাচনি প্রচারণা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলায়েকের সঙ্গে আলোচনা করেছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। এক মার্কিন গোয়েন্দা রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ দু’জন মার্কিন কর্মকর্তা ওই গোয়েন্দা প্রতিবেদন সম্পর্ক অবগত; ওই দুই কর্মকর্তাই তাদেরকে বৈঠকটির ব্যাপারে নিশ্চিত করেছেন। এ খবর প্রকাশের পর ওয়াশিংটন পোস্টসহ মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করেন। ওয়াশিংটন পোস্টের সমালোচনা করতে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের সমালোচনাও করেন ট্রাম্প।

শুক্রবারই যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন্স কমান্ডের প্রধান জেনারেল রেমন্ড থমাস আইএস নেতা বাগদাদিকে হত্যা বা গ্রেফতার করতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য 'সংবাদমাধ্যমের ফাঁস'-কে দায়ী করেছেন। তবে এই জেনারেল কোনও নির্দিষ্ট পত্রিকার নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, গতমাসে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আইএস বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছে। 

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, বাগদাদি নিহত হওয়ার কোনও প্রমাণ তাদের কাছে নেই। যতদিন কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যাবে না ততদিন বাগদাদিকে জীবিত হিসেবে বিবেচনা করা হবে।

বাগদাদির মাথার মূল্য ২৫০ লাখ মার্কিন ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে আল-কায়েদা থেকে বেরিয়ে গিয়ে তিনি আইএস প্রতিষ্ঠা করেন। সর্বশেষ ২০১৪ সালে মসুলে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি