X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তুরস্কে এরদোয়ানবিরোধী পত্রিকার সাংবাদিকদের বিচার শুরু

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ২২:৪২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:৪৩

জঙ্গি সংগঠনকে সমর্থনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন তুরস্কের দৈনিক পত্রিকা জুমহুরিয়েতের সাংবাদিক ও কর্মীরা।  সোমবার এই মামলার বিচার শুরু হয়েছে। বিচারে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তরা ৭ থেকে ৪৩ বছরের কারাদণ্ড পেতে পারেন।

তুরস্কে এরদোয়ানবিরোধী পত্রিকার সাংবাদিকদের বিচার শুরু

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, জুমহুরিয়েত পত্রিকাটির ১৭ সাংবাদিকের বিরুদ্ধে ‘জঙ্গি গোষ্ঠিকে সমর্থনের' অভিযোগ আনা হয়েছে। ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের সহায়তা এবং নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তবে ঠিক কী প্রমাণের ভিত্তিতে এ ধরনের অভিযোগ আনা হয়েছে, কী ধরনের সমর্থনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি বার্তা সংস্থাটি।

অভিযুক্তদের মধ্যে জুমহুরিয়েতের প্রধান সম্পাদক মুরাত সাবুনজু ও জার্মানিতে নির্বাসনে থাকা সাবেক প্রধান সম্পাদক জান দুনদারও রয়েছেন। অভিযোগে বলা হয়েছে দুনদার সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে পত্রিকাটির অবস্থান বদলে গেছে। তখন থেকে জুমহুরিয়েত ‘জঙ্গি সংগঠনকে' সমর্থন দিয়েছে আসছে বলেও অভিযোগ করা হয়েছে।

দুনদার এরই মধ্যে অপর একটি মামলায় পাঁচ বছর দশ মাসের সাজা পেয়েছেন। দুনদার এবং পত্রিকার প্রধান প্রতিবেদক এরদেম গুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়।

তুরস্ক থেকে সিরিয়া যাওয়ার পথে ট্রাকে তল্লাশি চলছে- ২০১৫ সালের মে মাসে এমন একটি ছবি প্রকাশ করে জুমহুরিয়েত। ত্রাণ সরবরাহের আড়ালে এইসব ট্রাকে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছিল। তুরস্কের সরকার এর আগে এমন সব অভিযোগ নাকচ করে আসছিল। তবে ছবিটি তুরস্ক সরকারকে মিথ্যা বলে প্রমাণ করে। ‘এই সেই অস্ত্র, এরদোয়ান যা অস্তিত্ব স্বীকার করেন না' শিরোনামে ছাপানো হয়েছিল ছবিটি।

জুমহুরিয়েতের সাংবাদিক আহমেত সিককে ২০১৬ সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়। তার টুইটার অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টের সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল প্রসিকিউটর কার্যালয়।

ওই সময় আনাদলু জানিয়েছিল, টুইটার পোস্ট ও দৈনিক জুমহুরিয়েতে সংবাদ প্রকাশের মাধ্যমে সিক ‘তুরস্ক প্রজাতন্ত্র এবং এর বিচার ব্যবস্থা, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে' হেয় করেছেন। ‘একটি জঙ্গি সংগঠনের' হয়ে প্রপাগান্ডা ছড়ানোরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আহমেত সিক মূলত সরকারের বিভিন্ন প্রপাগান্ডার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিনেতা, পরিচালক ও রাজনীতিবিদ সিরি সুরেয়া ওন্দারকে গ্রেফতার করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সিক। পার্লামেন্টে কুর্দিপন্থি বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করতেন ওন্দার। সাবেক উপ প্রধানমন্ত্রী ইয়ালসিন আকদোগানের সঙ্গে মিলে তিনি কুর্দি সংকট সমাধানে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন। ওন্দারকেও  গ্রেফতার করা হয় জঙ্গি সংগঠনকে সমর্থনের অভিযোগে।

২০১১ সালে এক বছরের জন্য কারাগারে ছিলেন সিক। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় ফেতুল্লাহ গুলেনের প্রভাব নিয়ে সমালোচনা ছিল তার তখনকার অপরাধ। কারণ তখন ফেতুল্লাহ গুলেন ও প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান ছিলেন ঘনিষ্ঠ।

উল্লেখ্য, চাপের মুখেও ভয়হীন সাংবাদিকতার জন্য ২০১৬ সালে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পায় জুমহুরিয়েত। ‘বিকল্প নোবেল প্রাইজ' হিসেবেও পরিচিতি আছে এই অ্যাওয়ার্ডের।সূত্র: ডয়চে ভেলে।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী