X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আল আকসা কেন্দ্রিক ইসরায়েলি তাণ্ডবের নিন্দা তুর্কি পার্লামেন্টের

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ১৮:২২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৮:৩২

আল আকসা কেন্দ্রিক ইসরায়েলি তাণ্ডবের নিন্দা তুর্কি পার্লামেন্টের জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায়ে ইসরায়েলি বিধিনিষেধ এবং মুসল্লিদের ওপর ইহুদিবাদী তাণ্ডবের নিন্দা জানিয়েছে তুরস্কের পার্লামেন্ট। সোমবার তুর্কি পার্লামেন্টে এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে ইসরায়েলি আচরণের তীব্র সমালোচনা করেন দেশটির এমপিরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

তুর্কি পার্লামেন্টের স্পিকার ইসমাঈল কাহরামান বলেন, ইসরায়েল মানবাধিকার ও বিশ্বাসের স্বাধীনতার ওপর আঘাত করেছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পালন করতে হবে। ফিলিস্তিনি ভাইদের ব্যাপারে আরও সংবেদনশীল হওয়ার জন্য বিশেষ করে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

পার্লামেন্টের আলোচনায় অংশ নিয়ে একই রকম প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির এমপিরা। এ সময় তারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি প্রতিরোধ আন্দোলনের প্রতি নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আল আকসা মসজিদে যেকোনও মুসলিমের প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসলামি নিদর্শন রক্ষা করা এবং জেরুজালেম ও আল আকসার পবিত্রতা রক্ষা করা দুনিয়ার সব মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, আল আকসা মসজিদে নামাজ আদায়ে প্রায় মাসখানেক ধরে ইসরায়েলি বিধিনিষেধের কবলে পড়ছেন মুসল্লিরা। ২১ জুলাই ২০১৭ শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় হতাহত হন অর্ধসহস্রাধিক ফিলিস্তিনি। এর কদিন আগে আল আকসা মসজিদের ইমাম ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আহত হন। ৪৮ বছরের মধ্যে প্রথমবারের মতো মসজিদটিতে জুমার নামাজ আদায় নিষিদ্ধ করে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে সোমবার এ বিষয়ে নিজেদের অবস্থানের জানান দেয় তুর্কি পার্লামেন্ট।
১৯৬৭ সালে যখন ইসরায়েল এই এলাকায় প্রবেশাধিকার পায় তখন শুধু মুসলিমরাই আল-আকসায় নামাজ পড়তে পারতো। দিনের একটি নির্দিষ্ট সময় প্রার্থনার সুযোগ পেত ইহুদিরা। মেনে চলতে হতো অনেক নিয়ম। বিগত ৫০ বছরে এই চিত্র অনেকটাই পাল্টে গেছে। ইসরায়েল এখন আল আকসার ওপর পূর্ণ দখলদারিত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধ নিয়ে কথা বলেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী গিলাদ এরদান। ইসরায়েলি আর্মি রেডিও’কে তিনি বলেন, আল  আকসায় প্রবেশে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; গত এক সপ্তাহে এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনও প্রতিবাদ এমনকি কোনও নিন্দাও আসেনি। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়