X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে দেড় লাখ ডলারের কাতারবিরোধী প্রচারণায় সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ২০:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:০৫

যুক্তরাষ্ট্রে দেড় লাখ ডলারের কাতারবিরোধী প্রচারণায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারবিরোধী প্রচারণায় প্রায় দেড় লাখ ডলার ব্যয় করেছে দেশটিতে থাকা সৌদি লবি। এর আওতায় মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোতে কাতারবিরোধী বিজ্ঞাপনের পেছনে ব্যয় করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ডলার। চ্যানেলগুলোর কাছ থেকে বিজ্ঞাপন বাবদ নির্দিষ্ট সময় কিনে নেয় সৌদি আমেরিকান পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স কমিটি।

২৩ জুলাই থেকে ওই বিজ্ঞাপনটির সম্প্রচার দেখতে শুরু করেন মার্কিন দর্শকরা। ওই ওয়াশিংটনে ডিসি’র এনবিসি-৪ চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হয়। এতে বলা হয়, কাতার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে। তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের অস্থিতিশীল করে তুলছে। তাদের এমন আচরণের কারণে সৌদি নেতৃত্বে আরব দেশগুলো দোহা’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

কাতারকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য এ ধরনের মোট চারটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। টেলিভিশনে এসব বিজ্ঞাপন সম্প্রচারের জন্য প্রতি সেকেন্ডে এক হাজার ডলার হিসেবে ১২০ সেকেন্ডের জন্য এরইমধ্যে এক লাখ ২০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই ব্রিটিশ ওপেন গলফ টুর্নামেন্টের সময় সম্প্রচারের তিনটি বিজ্ঞাপন প্রচার করা হয়। এগুলোর প্রতিটির পেছনে ব্যয় হয়েছে ছয় হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান বরেল অ্যাসোসিয়েটস ইনকরপোরেশন। বিষয়টি নিয়ে আল জাজিরা’র সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কিপ ক্যাসিনো। তিনি বলেন, দৃশ্যত সৌদি আমেরিকান পাবলিক রিলেশন অ্যাফেয়ার্স কমিটি মার্কিন জনগণকে প্রভাবিত করতে চায় না। তারা শুধু নীতি নির্ধারকদের প্রভাবিত করার জন্য কিছু বিজ্ঞাপন তৈরি করেছে।

এদিকে কাতারের কূটনৈতিক সংকটে মধ্যস্ততা করতে উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রবিবার সৌদি আরব পৌঁছান এরদোয়ান। দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি কাতারের উদ্দেশ্যে রওয়ানা করেন।

তুরস্ক ত্যাগ করার আগে এরদোয়ান সাংবাদিকদের জানান, কাতারকে প্রতিবেশী দেশগুলো একঘরে করায় উপসাগীয় অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে তা জিইয়ে রেখে কারও স্বার্থই রক্ষা হবে না। ‘শত্রুরা’ ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। এ সংকট উত্তরণে সৌদি আরবের দায়িত্ব সবচেয়ে বেশি।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়