X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের ভবন ধসে নিহত ১৭, শিবসেনা নেতা গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১৩:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৩:৫৫
image

 

ভারতের মুম্বাই শহরতলির ভবন ধসে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে, জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনিডিটিভ। ভবন ধসের ঘটনায় ভবনের মালিক চরমপন্থী সংগঠন শিবসেনার এক নেতাকে গ্রেফতারের খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস। এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার নিচতলায় সংস্কারকাজ চলাকালে চারতলা ভবনটি ধসে পড়ে।
মুম্বাইয়ে ধসে যাওয়া ৩০ বছর বয়সী ভবন

ফায়ার সার্ভিসের প্রধান অগ্নিনির্বাপণ কর্মকর্তা প্রভাত রাহাংদেল বলেন, সকাল ১০টা ৪৩ মিনিটে তাঁরা জানতে পারেন, ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় একটি ভবনধসে বহু লোক আটকা পড়েছে। সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের সঙ্গে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেয়। কয়েক ঘণ্টার মধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ চলার সময়ে ফায়ার সার্ভিসের দুজন উদ্ধারকর্মী আহত হন।

পুলিশের ভাষ্য, ভবনটির নিচতলায় একটি নার্সিং হোম ছিল। এ ছাড়া ভবনটিতে ছিল ১২টি পরিবারের বসবাস। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শরিক দল শিবসেনার নেতা সুনীল শীতপ এর মালিক ছিলেন। ভবন ধসের পর মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিশ। তিনি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবেক জনপ্রতিনিধি এবং কংগ্রেসের সাবেক সদস্য প্রবীণ চেদ্দার বসবাস ওই অঞ্চলেই। তিনি জানান, নার্সিং হোমটি সুনীল শীতপ ও স্বাতী সুনীল শীতপ নামের দুজন চালাতেন। আবাসিক ভবনে নার্সিং হোম চালানো ও দায়িত্বে অবহেলার জন্য সুনীলের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। অবহেলা ও শাস্তিযোগ্য নরহত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরের শুরুতে শিবসেনার মনোনয়ন পেয়ে ব্রিহানমুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বাতী সুনীল শীতপ।

বর্ষার সময় ভবনধসের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে অবৈধভাবে নির্মিত ভবন ও ব্যবহার-অনুপযোগী ভবনে বসবাসের কারণে এমন সব দুর্ঘটনা ঘটছে। গত বছরের আগস্টে মুম্বাইয়ের উপকণ্ঠে বিহন্দিতে একটি দোতলা ভবনধসে আটজন নিহত হয়। পরে অক্টোবরে মুম্বাইয়ের পূর্ব বান্দ্রা এলাকায় একটি পাঁচতলা ভবন ভেঙে ছয় শিশু মারা যায়।

২০১৫ সালের আগস্ট মাসে মুম্বাইয়ের বাইরে জলোচ্ছ্বাসে একটি ভবন ভেঙে পড়ে ১২ জন নিহত হয়। একই মাসে মুম্বাই উপকূলে ঠাকুরলি এলাকায় বৃষ্টিপাতের সময় আরেকটি পুরোনো তিনতলা ভবন ভেঙে প্রাণহানি হয় ৯ জনের।

/বিএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী