X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সেই ম্যাককেইন-ই বীরোচিতভাবে ফিরে স্বস্তি দিলেন ট্রাম্পকে

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ২২:১২আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২২:১৬

রিপাবলিকানদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমালোচক হিসেবে মনে করা হয় সিনেটর জন ম্যাককেইনকে। শেষ পর্যন্ত সেই ম্যাককেইনই ট্রাম্পকে স্বস্তি এনে দিলেন ওবামাকেয়ার বাতিলের জন্য সিনেটে বির্তক শুরু করার প্রস্তাবে নির্ধারক ভোট দিয়ে।

সেই ম্যাককেইন-ই বীরোচিতভাবে ফিরে স্বস্তি দিলেন ট্রাম্পকে

রিপাবলিকান প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই ট্রাম্পের সমালোচনা করে আসছেন ম্যাককেইন। ভোটে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পরও ট্রাম্পের সমালোচনা বন্ধ করেননি প্রভাবশালী এই সিনেটর। ২০১৫ সালে ট্রাম্প নিজেও সমালোচনা করেছিলেন ম্যাককেইনের।

মঙ্গলবার মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবার স্বাস্থ্যনীতি ওবামাকেয়ার নিয়ে বিতর্ক শুরু নিয়ে ভোটাভুটি চলছিল। সিনেটে এই বিষয়ে বিতর্ক শুরু করতে রিপাবলিকানদের প্রয়োজন ছিল ডেমোক্র্যাটদের চেয়ে অন্তত ১টি ভোট বেশি। কিন্তু শুরু থেকেই বিতর্কের বিপক্ষে পড়তে থাকে একের পর একভোট। এক পর্যায়ে ৫০-৫০ ভোটে অবস্থান সমতায় এসে দাঁড়ায়। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন সদ্য ক্যান্সার জয়ে করে আসা ম্যাককেইন।

ম্যাককেইনের এই ফিরে আসাটাও ছিল খুব আবেগঘন ও বীরোচিত। একসপ্তাহ আগে চোখে অস্ত্রোপচার হয় তার।  ভোট দিতে যখন আসেন চোখে তখনও ব্যান্ডেজ লাগানো। এমন অবস্থাতেই ক্যাপিটল হিলে তার আগমন অবাক করে দেয় সবাইকে। তাকে দেখে দুই দলের নেতারাই অভিনন্দন জানান, করতালিতে ফেটে পড়ে সিনেট ভবন।

আরিজোয়ানার সিনেটর ম্যাককেইনে বাম চোখে অস্ত্রোপচার হয় গত মাসে। তখনই তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফলে এখনও তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। ক্যাপিটল হিলেও তার চোখে সেই সেলাই ছিল। ব্যান্ডেজে রক্তের দাগ পর্যন্ত দেখা যাচ্ছিল বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম।

ওবামাকেয়ার নিয়ে বিতর্ক শুরু না হলে ট্রাম্পের প্রস্তাবিত স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনা সুযোগ নেই। আর বিতর্ক শুরুর জন্য ম্যাককেইনের অবস্থানের কারণেই শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বিতর্ক শুরু প্রস্তাবেই আসে সমর্থন। ম্যাককেইন যখন ভোট দেন তখন ভোটের ব্যবধান দাঁড়ায় ৫১-৫০।  পাস হয় ওবামাকেয়ার নিয়ে সিনেট বিতর্ক শুরুর প্রস্তাব। স্বস্তি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভোটের পর ভাষণ দেন ম্যাককেইন। তার কথা শোনেন হলভর্তি সিনেটররা।  বক্তব্যে রিপাবলিকানদের এই বিভক্তির সমালোচনা করেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি সবার মাঝে বিশ্বাস গড়ে তোলার আহ্বান জানান।

বিতর্ক শুরুর প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ম্যাককেইন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পরিবর্তন না হলে তিনি সিনেটে ট্রাম্প প্রস্তাবিত অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট-এর পক্ষে ভোট দেবেন না।

অবশ্য ম্যাককেইনের অবস্থানও অনেকটাই নাটকীয়। কারণ ভোটের ৬ ঘণ্টা আগে তিনি জানিয়েছিলেন বিতর্ক শুরুর পক্ষে ভোট দেবেন না তিনি। কিন্তু সিনেটে এসেই মত পাল্টে ফেলেন তিনি। ভোট দেন বিতর্ক শুরুর পক্ষেই। তবে এই প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। বলেন, ‘আমরা এই বিষয়টি রুদ্ধদ্বার বৈঠকে মিমাংসা করার চেষ্টা করেছি। প্রশাসনের সঙ্গে কথা বলার পর সদস্যদের সঙ্গেও আলোচনা করেছি। কিন্তু আমার মনে হয় না বিষয়টি এত সহজে সমাধান হবে।

মঙ্গলবার সিনেটে ভোট দিতে উপস্থিত হওয়াতে ম্যাককেইনকে ধন্যবাদ জানিয়েছেন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। তিনি বলেন, ম্যাককেইন একজন লড়াকু মানুষ। তার বর্ণাঢ্য জীবন ও জনগণের প্রতি তার সেবায় এরইমধ্যে তা প্রমাণিত।  ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সিনেটে ফিরে তা আবারও প্রমাণ করেছেন।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি