X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দূতাবাসকর্মীদের সপরিবারে ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৮:০০আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৪৫

দূতাবাসকর্মীদের সপরিবারে ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলায় থাকা মার্কিন দূতাবাসের কর্মীদের সপরিবারে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক অস্থিরতার কারণেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

ওই নির্দেশনায় ভেনিজুয়েলায় সামাজিক অস্থিরতা, সংঘাত এবং খাদ্য ও ঔষধের ঘাটতির ব্যাপারে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী দলের সঙ্গে চরম বিবাদে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটির চলমান রাজনৈতিক সংকটের সূত্রপাত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রকৃতপক্ষে ভেনেজুয়েলায় সরকার উৎখাতের প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক নিরাপত্তা ফোরামের প্রশ্নোত্তর পর্বে মার্কিন গোয়েন্দা প্রধান মাইক পম্পেও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। দুই লাতিন দেশ মেক্সিকো ও কলম্বিয়া সরকার যুক্তরাষ্ট্রকে সহযোগিতা দিচ্ছে বলেও আভাস দিয়েছেন তিনি।

এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সমর্থকরা। মেক্সিকো ও কলম্বিয়া সরকারের কাছ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে। উল্লেখ্য, শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগ করে যাচ্ছেন মাদুরো।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, চিলি থেকে শুরু করে নিকারাগুয়া, কিংবা আর্জেন্টিনা থেকে শুরু করে হাইতি পর্যন্ত লাতিন আমেরিকার দেশগুলোর নির্বাচিত সরকার উৎখাতে মার্কিন হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ভেনেজুয়েলার মাদুরো সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে বলে সিআইএ প্রধানের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে। গবেষণা প্রতিষ্ঠান আসপেন ইন্সটিটিউট আয়োজিত নিরাপত্তা ফোরামের প্রশ্নোত্তর পর্বে পম্পেও বলেন: “ভেনেজুয়েলায় নেতৃত্ব পরিবর্তনের ব্যাপারে আমরা আশাবাদী এবং সিআইএ সেখানকার পরিস্থিতির গতি প্রকৃতি বোঝার সর্বোচ্চ চেষ্টা করছে।”

পম্পেও আরও বলেন: “গুরুত্বপূর্ণ এই ইস্যুটি নিয়ে সবশেষ প্রতিক্রিয়ার মাত্র এক সপ্তাহ আগে মেক্সিকো সিটি ও বোগোটাতে গিয়েছিলাম আমি। মেক্সিকো আর কলম্বিয়া কী করলে তা তাদের এবং আমাদের [যুক্তরাষ্ট্রের] দু্ই পক্ষের জন্যই শ্রেয়তর হয়, সেটাই বোঝানোর চেষ্টা করেছি তাদের।

ভেনেজুয়েলাভিত্তিক সংবাদমাধ্যম টেলিসুর জানিয়েছে, এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সিআইএ প্রধানের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মাদুরো। তিনি বলেন, “সিআইএ পরিচালক বলেছেন ভেনেজুয়েলার সাংবিধানিক সরকারকে উৎখাত করতে করতে এবং আমাদের প্রিয় ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করতে সরাসরি মেক্সিকো সরকার ও কলম্বিয়া সরকারের সহযোগিতা নিয়ে তৎপরতা চালাচ্ছে মার্কিন সরকার ও সিআইএ।”

তিনি আরও বলেন, ‘আমি চাই মেক্সিকো ও কলম্বিয়ার সরকার সিআইএ’র বক্তব্যের যথাযথ ব্যাখ্যা দেবে এবং তারপর এ ধরনের ধৃষ্টতা প্রদর্শনের আগেই আমি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো নেব।”

/এমপি/

সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা