X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতে বাঘ-হাতির আক্রমণে দৈনিক একজনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ১৯:৩৮আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২০:২৬

ভারতে বাঘ-হাতির আক্রমণে দৈনিক একজনের প্রাণহানি বিপন্ন বাঘ ও হাতির আক্রমণে ভারতে প্রতিদিন গড়ে একজনের মৃত্যু হয়। এসব প্রাণীর আবাসস্থলে মানুষের ক্রমবর্ধমান দখলদারিত্বের কারণে তাদের বসবাসের জায়গা সংকুচিত হয়ে পড়ায় এমন ঘটনা ঘটছে। এমনটাই উঠে এসেছে ভারতের নতুন এক সরকারি সমীক্ষায়।

বাঘ বা হাতির আঘাতে যেমন মানুষের প্রাণহানি ঘটছে এর উল্টো চিত্রও কিন্তু রয়েছে। মানুষের হাতে চিতাবাঘের মতো প্রাণীদের মৃত্যু বা মানুষ-বাঘ লড়াইও নতুন উচ্চতায় পৌঁছেছে।

সাম্প্রতিক দশকগুলোতে ভারতে শহুরে জনসংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশটি উল্লেখযোগ্য পরিমাণ বন্য জীবাশ্ম হারিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্যপ্রাণীরা লোকালয়ে প্রবেশে বাধ্য হচ্ছে।

ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের মে পর্যন্ত ১১৪৩ দিনে ভারতে ১১৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এ সংখ্যা কমে আসার কোনও লক্ষণ নেই।

মন্ত্রণালয় বলছে, একই সময়ে মানুষের হাতে মৃত্যু হয়েছে ৩৪৫টি বাঘ ও ৮৪টি হাতির। তবে এর বেশিরভাগই ছিল শিকারীদের হামলা। হাতি সাধারণত তাদের দাঁতের জন্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ভারতীয় বন মন্ত্রণালয়ের মহাপরিচালক সিদ্ধান্ত দাস। তিনি বলেন, প্রাণীদের এলাকায় মানুষের অনধিকারপ্রবেশের কারণেই এমন মৃত্যুর ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড কমিয়ে আনতে আমরা সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

ভারতে বাঘ-হাতির আক্রমণে দৈনিক একজনের প্রাণহানি

ভারতীয় পার্লামেন্টের গত সপ্তাহের তথ্য অনুযায়ী, এক হাজার ৫২ জন মানুষের মৃত্যুর জন্য দায়ী হাতি। আর ৯২ জন মানুষের মৃত্যুর জন্য দায়ী বাঘ।

এ ধরনের ক্ষেত্রে এক চতুর্থাংশেরও বেশি মৃত্যু ঘটে পশ্চিমবঙ্গে। ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যে প্রায় ৮০০ হাতি রয়েছে। এখানে কিছুসংখ্যক রয়েল বেঙ্গল টাইগারেরও বসবাস রয়েছে।

গতবছর পশ্চিমবঙ্গে বন্য হাতির ঘণ্টাব্যাপী তাণ্ডবে পাঁচজনের মৃত্যু হয়। এ সময় বিভিন্ন ঘরবাড়ি ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়। এখন ভারতের বিভিন্ন স্থানে লোকজন এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন। চলতি বছরের জুনে তামিলনাড়ুতে এক হাতির তাণ্ডবে নিহত হন চারজন। নিহতদের মধ্যে ১২ বছরের এক কন্যাশিশুও রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে স্কুটার বা মোটরসাইকেলেও হানা দেওয়ার চেষ্টা করেছে হাতির পাল। তবে অধিকাংশ ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে সেসব স্থানে যেখানে শত শত বছর ধরে হাতিদের আবাস ছিল কিন্তু বর্তমানে এসব এলাকায় জনবসতি রয়েছে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে দেশটিতে প্রাণীদের আক্রমণে প্রায় ৯৫০ জনের মৃত্যু হয়েছে। তবে এসব পরিসংখ্যানে ঘটনার প্রকৃতি বা সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরা হয়নি।

পুরো ভারতজুড়ে প্রায় ৩০ হাজার হাতি রয়েছে। ধারণা করা হয়, বিশ্বের মোট বাঘের অর্ধেকেরই বাস এই দেশটিতে। ২০১৪ সালের হিসাব অনুযায়ী ভারতে দুই হাজার ২২৬টি বাঘ রয়েছে।

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে ওয়াইল্ডলাইফ প্রটেকশন সোসাইটি অব ইন্ডিয়া (ডব্লিউপিএসআই)। সংস্থাটির হিসাবে, ২০১৪ সালের জানুয়ারি থেকে দেশটিতে এক হাজার ৪৩৬টিরও অধিক প্রাণী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সূত্র: এএফপি, ইয়াহু।

/এমপি/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা