X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগান যুদ্ধের ব্যর্থতায় হতাশ ট্রাম্প, কমান্ডারকে বরখাস্তের পরামর্শ

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ১৭:২৫আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:৩৯
image

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। আর সেকারণেই ট্রাম্প দক্ষিণ এশিয়ার জন্য নতুন মার্কিন কৌশল নির্ধারণ করতে সময় নিচ্ছেন বলে মনে করছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান,  ট্রাম্প আফগানিস্তানে মোতায়েনরত মার্কিন সেনা কমান্ডারকে বরখাস্ত করারও পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে তার সংশয় ও হতাশা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বেশ কয়েকজন উপদেষ্টা। ট্রাম্পকে দিয়ে দ্রুত আফগানিস্তানের জন্য নতুন মার্কিন কৌশল অনুমোদনেরও চেষ্টা চলছে।

আফগানিস্তানে মার্কিন বাহিনী
বুধবার (২ আগস্ট) ওই কর্মকর্তারা রয়টার্সকে জানান, ১৯ জুলাই হোয়াইট হাউস সিচুয়েশন রুমে উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হয়। বৈঠকে এক কর্মকর্তা আফগান যুদ্ধ ‘শেষ পর্যায়ে আছে’ বলে জানালে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সহযোগীরা তাকে আফগান যুদ্ধ নিয়ে আরও বেশি তথ্য সরবরাহ করেছেন। সেখানে দেখা গেছে যুক্তরাষ্ট্র ১৬ বছর ধরে তালেবানবিরোধী লড়াই চালিয়ে গেলেও এ যুদ্ধ শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। কর্মকর্তাদের সূত্রটি রয়টার্সকে জানায়, এক পর্যায়ে ট্রাম্পের একটি কথায় বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জোসেফ ডানফোর্ডের উচিত আফগান যুদ্ধে জয় না পাওয়ার জন্য সেনা জেনারেল জন নিকলসনকে বরখাস্ত করার কথা ভাবা। ‘আমরা যুদ্ধে জয়ী হচ্ছি না’ বলেও হতাশা প্রকাশ করেন ট্রাম্প।

সামরিক বাহিনীই আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিচ্ছে বলে অভিযোগ করার পর কয়েকজন কর্মকর্তা বৈঠক ছেড়ে উঠে যান।    

বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের নীতি পরিচালনা নিয়ে ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাদানুবাদ শুরু হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। কর্মকর্তাদের একজন এই বাদানুবাদকে ‘শাউটিং ম্যাচ’ বলে অভিহিত করেছেন। 

ওই কর্মকর্তারা দাবি করেছেন, বৈঠকে ম্যাটিস, ম্যাকমাস্টার এবং অন্যান্য শীর্ষ উপদেষ্টারা সম্মিলিতভাবে ট্রাম্পের প্রশ্নের উত্তর দিয়ে তাকে কৌশল অনুমোদন করতে রাজি করানোর চেষ্টা করেন।

বৈঠকের ব্যাপারে হোয়াইট হাউসের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা কোনও মন্তব্য করেনি বলে উল্লেখ করেছে রয়টার্স। বৃহস্পতিবার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে ট্রাম্পের আরেকটি বৈঠক করার কথা রয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ