X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু: পিয়ংইয়ং

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ২৩:০২আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০০:০৪

যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু: পিয়ংইয়ং মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছে পিয়ংইয়ং। দেশটি বলছে, এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু।

আগামী ১ সেপ্টেম্বর থেকে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এরমধ্যেই উত্তর কোরিয়ায় থাকা দেশটির সব নাগরিককে দেশে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও আমেরিকানদের জন্য আমাদের দরজা উন্মুক্ত থাকবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এটাকে ‘বাজে পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

ওই মুখপাত্র বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের মানুষ উত্তর কোরিয়ার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন না। এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা আমাদের শত্রু দেশ।

২১ জুলাই ২০১৭ তারিখে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে দেশটিতে অবস্থানরত মার্কিন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আবেদন করতে হবে।

গত জুলাই মাসেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা উত্তর কোরিয়া যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাধা দেবে।

এর আগে অতো ওয়ার্মবিয়ার নামের এক মার্কিন শিক্ষার্থীকে ১৫ বছরের কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া। গ্রেফতারের পর তাকে নির্যাতনের অভিযোগ উঠে। মানবিক বিবেচনায় মুক্তি পেয়ে গত ১৩ জুন কোমা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে ফেরেন। এক সপ্তাহের মাঝেই ১৯ জুন মারা যান সেই তরুণ।

উত্তর কোরিয়ার দাবি, তার মৃত্যু রহস্যজনক। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার নির্যাতনের ফলেই মৃত্যু হয় ওয়ার্মবিয়ারের। এই মুহূর্তে উত্তর কোরিয়ায় দুইজন মার্কিন নাগরিক আটক রযেছেন। তাদের একজন শিক্ষাবিদ এবং অন্যজন মিশনারি। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন