X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘লিখিতভাবে’ জলবায়ু চুক্তি বর্জন যুক্তরাষ্ট্রের, জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের চিঠি

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১০:১৬আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১২:৩০
image

জাতিসংঘে চিঠি পাঠিয়ে  প্যারিসের জলবায়ু অঙ্গীকার ত্যাগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের জুন মাসে হোয়াইট হাউজে দেয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ২ মাসের মধ্যে তার প্রশাসন এবার চিঠি দিয়ে জাতিসংঘকে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার মাধ্যমে এ সংক্রান্ত পদক্ষেপ নিতে শুরু করলো।
প্রচারণার সময় থেকেই প্যারিস চুক্তির বিরোধিতা করে যাচ্ছিলেন ট্রাম্প

২০১৫ সালে প্যারিসের ‘কপ-২১’ জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ ১৮৭টি দেশ মিলে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখার অঙ্গীকার করেছিল। ট্রাম্পের ভাষায়, এই চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের জন্য ‘শাস্তি’, যার কারণে লাখো মার্কিনি চাকরি হারিয়েছে। চুক্তি থেকে সমর্থন প্রত্যাহারে জাতিসংঘে চিঠি দেওয়ার কথা জানিয়ে গতকাল (শুক্রবার) পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র একটি ভারসাম্যপূর্ণ জলবায়ু নীতি চায় যার মধ্য দিয়ে কার্বন নির্গমন কমানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।’ বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সি্‌এনএন জানিয়েছে, উদ্ভাবন আর প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে জীবাশ্ব জ্বালানি থেকে নিঃসরিত হওয়া কার্বনের পরিমাণ কমানোর কথা জানায় ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশকে ক্ষতি কমিয়ে জীবাশ্ব জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করার পরিকল্পনাও জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

সংবাদ বিবৃতিতে শুক্রবার জাতিসংঘে দেওয়া চিঠিকে ‘লিখিতভাবে চুক্তি থেকে বের হয়ে আসা’ হিসেবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘোষণাকে ‘প্রতীকী’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ২০১৯ সালের ৪ নভেম্বরের আগে প্যারিস চুক্তি থেকে কারও বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। আর বেরিয়ে যাবার প্রক্রিয়া সম্পন্ন হতে তারপর আরও এক বছর সময় লেগে যাবে। তাই ২০২০ সালে যখন এটি কার্যকর হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাবে। তখনকার নির্বাচিত প্রেসিডেন্ট চাইলেই এই চুক্তিতে ফিরে আসতে পারবেন।

প্যারিসের সমঝোতাকে পুথিবীর সুরক্ষায় খুবই তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হয়

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, তারা সব নিয়ম মেনেই এই চুক্তি থেকে বের হবে। ফলে আসছে দিনগুলোতে এই চুক্তির যেসব বৈঠক অনুষ্ঠিত হবে, সেগুলোতেও তারা নিয়ম মেনে যোগ দেবে বলেই মনে করা হচ্ছে।

প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসের ‘কপ-২১’ জলবায়ু চুক্তিতে আমেরিকাসহ আরো ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল যে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে; এমনকি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনতে চেষ্টা করবে। এ ব্যাপারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ—এ কথা মাথায় রেখেই ওবামা প্রশাসন এককভাবে সিদ্ধান্ত নেয়, প্যারিস চুক্তির শর্তগুলো মেনে চলার পাশাপাশি যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ ২০০৫ সালের তুলনায় ৩৭ শতাংশ কমিয়ে আনবে। তবে ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় থেকেই প্যারিস জলবায়ু চুক্তির বিরোধিতা করে আসছিলেন। গত মে মাসের শেষে ইতালির সিসিলির তাওরমিনাতে অনুষ্ঠিত বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেনের শীর্ষ সম্মেলনে বিশ্বনেতারা প্রচেষ্টা নিলেও প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে অগ্রসর হওয়ার অঙ্গীকার করেননি ট্রাম্প। এর কিছু পরে পরে ১ জুন হোয়াইট হাউসে এক বক্তৃতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করা প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষার বিক্ষোভ

চুক্তি প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। পরে শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেনভুক্ত দেশ চীন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরো পাঁচটি দেশ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই এ ব্যাপারে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এতে প্যারিস চুক্তি কার্যকর করার জন্য ‘সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছার’ ওপর জোর দেন তারা।

/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!