X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউক্রেনকে মারণাস্ত্র দিতে চায় পেন্টাগন

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৮:৪৭আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৪৯

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে মারণাস্ত্র দিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে এ জন্য একটি সুপারিশ পাঠানো হয়েছে। এসব মারণাস্ত্রের মধ্যে ট্যাংক বিধ্বংসী অস্ত্রও রয়েছে। শনিবার মার্কিন প্রশাসনের তিন উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে এনবিসি নিউজ।

ইউক্রেনকে মারণাস্ত্র দিতে চায় পেন্টাগন

কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত সুপারিশে যেসব অস্ত্রের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র ইউক্রেন দিতে খরচ পড়বে প্রায় ৫০ মিলিয়ন ডলার।

ন্যাটোর সাবেক কমান্ডার অ্যাডমিরাল (অবসর) জেমস স্টারিডিস বলেন, এটি সঠিক পদক্ষেপ। এ সিদ্ধান্তের পেছনে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিসের ভূমিকা রয়েছে। এতে করে রাশিয়ার আগ্রাসনকারীরা নিজেদের অস্ত্র ব্যবহারে সতর্ক হবে।

তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এই তিন কর্মকর্তা পেন্টাগনের এই প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছেন।

পেন্টাগনের একজন মুখপাত্রও সুপারিশমালার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা কোনও কিছুই বাদ দিচ্ছি না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নাউয়ের্ট বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা কোনও প্রতিরক্ষায় অস্ত্র সরবরাহ করিনি এবং আমরা কোনও কিছুই বিবেচনার বাইরে রাখছি না।

ওই তিন মার্কিন কর্মকর্তা জানান,  অস্ত্র দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও প্রস্তাবে বলা হয়েছে মার্কিন সেনারা ইউক্রেনের সেনাবাহিনীকে জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ দেবেন।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে ইউক্রেন থেকে আলাদা করে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করে আসছে। ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করায় যুক্তরাষ্ট্র একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: এনবিসি নিউজ।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা