X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৬৫ বছরের ফিলিস্তিনি এমপিকে গ্রেফতার করলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৮:৪১আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:৫১

৬৫ বছরের ফিলিস্তিনি এমপিকে গ্রেফতার করলো ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দেশটির একজন এমপিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। হামাস থেকে নির্বাচিত মোহাম্মদ আবু তীর নামের ওই এমপি’র বয়স ৬৫ বছর। শুক্রবার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা হলো। মাত্র দুই মাস আগে তিনি এক বছর পাঁচ কারাদণ্ড ভোগের পর মুক্তি পেয়েছিলেন।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেত-এর পক্ষ থেকে গ্রেফতারকৃত মোহাম্মদ আবু তীর’কে হামাসের পশ্চিম তীরের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিন বেত জানিয়েছে, ৬৫ বছরের জীবনে ৩৩ বছরেরও বেশি সময় ইসরায়েলি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন মোহাম্মদ আবু তীর। সামরিক এবং প্রশাসনিক সন্ত্রাসবাদের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মদ আবু তীর হামাস ও ‘সন্ত্রাসী অর্থায়নের’ সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

গত জুলাই থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আটক বা গ্রেফতার হয়েছেন কমপক্ষে ৪২৬ জন। নিহত হয়েছেন আট ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।

জুলাই মাসে ফিলিস্তিনিদের অন্তত ১২টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। আল আকসা মসজিদে ইসরায়েলের মেটাল ডিটেক্টরসহ অন্যান্য নজরদারি ব্যবস্থা বসানোকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার সূত্রপাত হয়। নজরদারি বসানোর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় ইসরায়েলি বাহিনী কর্তৃক নামাজরত মুসল্লিকে লাথি মারার মতো ঘটনাও ঘটে।

এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। ১৩ দিন ধরে চলে বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি এবং ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহত হন আট ফিলিস্তিনি।

আটককৃত ৪২৬ জনের মধ্যে ৬৫ জনই শিশু। এরমধ্যে ৯ জনের বয়স ১২-এর নিচে। এছাড়া দুইজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্ক নারীকেও আটক করা হয়। আল-আকসার ইসলামিক আওকাফ বিভাগের ৫৮ সদস্যকেও গ্রেফতার করে ইসরায়েল। এছাড়া অন্তত ৮১ জন ফিলিস্তিনির আল  আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাবার বুলেট, শব্দবোমা, কাঁদানে গ্যাসের কারণে আহত হয়েছেন কমপক্ষে ৬০০ ফিলিস্তিনি। ধসে পড়েছে ১২টি ভবন। এতে ৭ শিশুসহ গৃহহীন হয়েছেন ১৭ জন। সূত্র: মিডল ইস্ট আই।

/এমপি/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…