X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করো: উ. কোরিয়াকে চীন

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:০১

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করো: উ. কোরিয়াকে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য বলেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পর এক বৈঠকে চীন এই আহ্বান জানিয়েছে।

রবিবার ফিলিপাইনে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পার্শ্ববৈঠকে মিলিত হন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো। এ সময় জাতিসংঘের সিদ্ধান্ত মেনে নিতে রি’র প্রতি আহ্বান জানান ওয়াং। অবশ্য এই আহ্বানের জবাবে রি কী জবাব দিয়েছেন তা জানা যায়নি।

শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা সর্বসম্মতিক্রমে পাস হয়। এর আগে অনেক নিষেধাজ্ঞার প্রস্তাবে ভেটো দিয়ে উত্তর কোরিয়াকে রক্ষা করেছিল তাদের একমাত্র আন্তর্জাতিক মিত্র চীন। কিন্তু এবার ব্যতিক্রম ঘটলো।

চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল। কিন্তু এটাই চূড়ান্ত লক্ষ্য নয়। তিনি আলোচনাতে গুরুত্বারোপ করেন। তিনি জানান, উত্তর কোরিয়াকে তিনি শান্ত থাকতে বলেছেন। আরও পরীক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজিত না করার আহ্বান জানিয়েছেন।

চীনা মন্ত্রী একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি না করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে।

জুলাই মাসে পিয়ংইয়ং দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। অবশ্য বিশেষজ্ঞরা দেশটির এই দাবি নিয়ে সন্দিহান। এই পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।  এই নিষেধাজ্ঞায় উত্তর কোরিযার উপর রফতানি নিষিদ্ধ ও বিনিয়োগ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের