X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুলার বরখাস্ত হচ্ছেন কিনা, এড়িয়ে গেলেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ১৮:৩০আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:৪৫
image

মার্কিন বিচার বিভাগের পরামর্শক রবার্ট মুলারকে বরখাস্ত হচ্ছেন কিনা; সাংবাদিকদের এমন প্রশ্নে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ানে কনওয়ের কাছে কোনও সুনিশ্চিত জবাব মেলেনি। সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ানে কনওয়ে

ট্রাম্পের বিরুদ্ধে রুশ সংযোগ তদন্তে পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। তদন্ত এগিয়ে নিতে এরইমধ্যে একটি গ্র্যান্ড জুরি গঠন করেছেন তিনি। গত জুনে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং নিউজম্যাক্সের প্রধান নির্বাহী ক্রিস রুডি পিবিএসকে বলেছিলেন প্রেসিডেন্ট মুলারকে বরখাস্ত করার কথা ভাবছেন। বৃহস্পতিবার রাতে পশ্চিম ভার্জিনিয়াতে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প মুলারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। দাবি করেন, তাকে নেতৃত্ব থেকে সরাতে যেসব প্রচেষ্টা চলছে তার মধ্যে একটি হলো রুশ সংযোগের তদন্ত। 

রবিবার(৬ আগস্ট) হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ানে কনওয়ে এবিসি’র দিস উইক অনুষ্ঠানে গিয়ে মুলারের ভবিতব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এবিসির পক্ষ থেকে তার কাছে মুলারকে বরখাস্ত করতে চাওয়া না চাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়। কনওয়ে দাবি করেন: ‘তিনি (ট্রাম্প) বব মুলারকে বরখাস্ত করা নিয়ে আলাপই করেননি।’ উপস্থাপক জর্জ স্টিফানোপোলাস তখন তাকে জিজ্ঞেস করেন: ‘উনি কি তাকে বরখাস্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন?’ উত্তরে কনওয়ে বলেন, ‘তিনি মুলারকে বরখাস্ত করার ব্যাপারে আলোচনা করেননি।’ স্টিফানোপোলাস আবার প্রশ্ন করেন: ‘আমি যা জানতে চাইছি এটা তার উত্তর নয়।’

কনওয়ে বলেন, “একটু থামুন। আমি প্রেসিডেন্টের আইনজীবী নই। তবে তার উপদেষ্টা হিসেবে আমি আপনাদের বলতে চাই, তিনি এগুলো নিয়ে কোনও আলোচনাই করছেন না। প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা টি কব যিনি এখন হোয়াইট হাউসে নিয়োজিত আছেন, তিনি সম্প্রতি বলেছেন ‘আমরা বব মুলার এবং তার তদন্তকাজে সহযোগিতা দিয়ে যাব। মুলারের দলের অনেক ডোনারই ডেমোক্র্যাটিক, কিন্তু তারপরও আমরা সহযোগিতা করব’।” 

নভেম্বরের নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়। রুশ সংযোগ নিয়ে ট্রাম্পের দলের লোকজনের বিরুদ্ধে এতোদিন ধরে যে সব তদন্ত চলছে,সেগুলোর কোনওটিতেই ট্রাম্প নিজে তদন্তাধীন ছিলেন না। মুলারের নেতৃত্বাধীন তদন্তে প্রথমবারের মতো তিনি নিজে আওতাভুক্ত হন। জুনে রুশ সংযোগ তদন্তের কাজে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দেওয়া হয়।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি