X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ সিরীয় যুদ্ধাপরাধের ন্যায়বিচার নিশ্চিতে অক্ষম: পদত্যাগী কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ১৯:০৭আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১০:৪০
image

সিরিয়ায় সংঘটিত যুদ্ধপরাধের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘকে এক ‘ক্ষমতাহীন’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন সংস্থাটির পদত্যাগী একজন তদন্ত কর্মকর্তা। সিরীয় সংকট তদন্তে নিয়োজিত ওই কর্মকর্তা দাবি করেছেন, নিরাপত্তা পরিষদ না চাইলে ব্যক্তি হিসেবে তিনি কিছুই করতে পারেন না । বলেছেন, জাতিসংঘের ওই সংকট নিরসনের ক্ষমতা নেই। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়। কার্লা দেল পোন্তে

সাবেক সুইস অ্যাটর্নি জেনারেল কার্লা দেল পোন্তে  ২০১২ সালের সেপ্টেম্বরে তিন সদস্য বিশিষ্ট সিরীয় তদন্ত কমিশনে যোগ দেন। সিরিয়ার রাসায়নিক হামলার পাশাপাশি ইরাকের ইয়াজিদি গোষ্ঠীর উপর হামলা, হাসপাতালে বোমা হামলাসহ বেশ কিছু ঘটনা তদন্ত করার কথা ছিলো তার।  তবে বিচারকার্য পরিচালনার জন্য জাতিসংঘ নতুন প্রসিকিউসন গঠনের প্রক্রিয়া শুরু করলেও সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে যুদ্ধাপরাধ দমনে কোনও অপরাধ ট্রাইব্যুনাল এখনও তৈরি হয়নি। এ ব্যাপারে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতকেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।  এই অবস্থায় লোকারানো চলচ্চিত্র উৎসবে পোস্তে জানান, নিজের পদত্যাগপত্র তৈরি করে ফেলেছেন তিনি।

ওই নারী কর্মকর্তা বলেন, ‘আমি কমিশন থেকে পদত্যাগ করছি। তবে এটা কোনও রাজনৈতিক কারণে নয়। সেখানে আসলে আমার কিছুই করার নেই। আমরা একদমই ক্ষমতাহীন, অসহায়। সিরিয়ায় সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’এরআগে রোয়ান্ডা এবং সাবেক যুগোস্লোভিয়ায় যুদ্ধাপরাধ তদন্তের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেছেন, 'সিরিয়ায় আমি যা দেখছি সেট রোয়ান্ডা কিংবা যুগোস্লোভিয়ায় দেখিনি। এটা সত্যিই দুঃখজনক। এখানে কোনও বিচারিক ক্ষমতা নেই।’

চলতি বছর প্রথম দিকে তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, সিরীয় সরকারের বিমানগুলো ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর শিবিরে জামলা চালাচ্ছে। দেল পোন্তে জানান, দোষীদের বিচার নিশ্চিত করতে না পারায় হতাশ হয়ে পড়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা সিরিয়ায় যা দেখছি, রোয়ান্ডা বা সাবেক যুগোস্লোভিয়ায় কখনোই এমনটা দেখিনি। এটা সত্যিই অনেক দুঃখজনক আর দুর্ভাগ্যবশত আমাদের বিচার করার উপায় নাই।

স্বাধীনচেতা দেল পোন্তে বরাবরই সবর। কখনও কখনও বিতর্কও উসকে দিয়েছেন তিনি। ২০১৩ সালের মে মাসে তিনি সিরীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ মিলেছে বলে ঘোষণা দেন। এতে পশ্চিমা সরকারগুলো খুবই অবাক হয়। দুইবছর পর তিনি বলেন, ‘সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিচার হবেই।’

পোন্তের মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া না জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের তদন্ত কমিশন কেবল তার পদত্যাগের ব্যাপারে অবগত হওয়ার কথা জানিয়েছে। তবে তদন্তকাজ থামবে না বলে জানিয়ে দিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সিরিয়ার অসহায়দের নিয়ে কাজ করতে দায়বদ্ধ। আমরা এখানে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধ বিষয়ে আমাদের তদন্ত চালিয়ে যাবো ‘

দেল পোন্তের পদত্যাগের পর কমিশনের আর দুইজন সদস্য থাকলেন। ব্রাজিলের পাওলো পিনহেইরো ও যুক্তরাষ্ট্রের কোনিং আবু জায়েদ। 

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা