X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের সঙ্গে আঞ্চলিক সম্মেলনে যোগ দেবে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৭, ০৫:৪২আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৫:৫৪

সৌদি আরবের সঙ্গে আঞ্চলিক সম্মেলনে যোগ দেবে ইসরায়েল সৌদি আরব, জর্ডান ও মিসরের সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নেবে ইসরায়েল। মূলত এটা হবে আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক। একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এ সম্মেলন শেষ হতে পারে। আসন্ন ওই আয়োজন নিয়ে তেল আবিবের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী আইয়ুব কারা।

তিনি বলেন, এ সম্মেলনে যোগদানের ব্যাপারে ইসরায়েলের আগ্রহ রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে অবশ্য এরইমধ্যে তেল আবিবের গোপন সম্পর্ক রয়েছে।

ইতোপূর্বে ফাঁস হওয়া বিভিন্ন নথিতে দেখা গেছে, দ্রুততম সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনেও এমন ইঙ্গিত মিলেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে ইসরায়েলের ব্যাপারে সৌদি আরবের পরিবর্তিত নীতি সম্পর্কে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে। রিয়াদের পক্ষ থেকে ওয়াশিংটনকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক ও নিঃশর্ত কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী সৌদি আরব। ওই সফর শেষেই ট্রাম্প মন্তব্য করেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই একটা চমৎকার সারপ্রাইজ আসবে।

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশের অবরোধ আরোপের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে ইসরায়েল। আর টুইটারে দেওয়া পোস্টে কাতারবিরোধী ওই অবরোধকে নিজের ‘কৃতিত্ব’ বলে দাবি করেন ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুড বা হামাসের মতো ইসলামপন্থী দলগুলোকে মোকাবিলায়ও একাট্টা সৌদি আরব ও ইসরায়েল। দুই দেশই দল দুটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ইসরায়েলকে সৌদি ভূখণ্ডে ব্যবসার অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে রিয়াদ। ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘ইএলএআই’কে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। সম্প্রতি সৌদি কর্মকর্তাদের গোপনীয় ইসরায়েল সফরে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলে একটি অফিস খুলতেও আগ্রহী রিয়াদ।

মিডল ইস্ট সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ-এর প্রধান ড. আনওয়ার ইশকি। তিনি বলেন, ইসরায়েলের প্রতি সৌদিদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। টুইটারে তাদের বিভিন্ন পোস্ট ও কমেন্টের দিকে তাকালে বিষয়টি  দৃশ্যমান হয়। এসব পোস্টে দেখা যায়, সৌদিদের বিশ্বাস সৌদি আরবের বিরুদ্ধে ইসরায়েল কখনও আগ্রাসী নয়।

মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে মোহাম্মদ বিন সালমানকে সৌদি যুবরাজ করার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তরফ থেকে চাপ ছিল বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি জনগণকে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যে কোনও চুক্তি জন্য প্রস্তুত করতে কাজ করে যাচ্ছেন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের একটি দ্বীপ সৌদি আরবকে হস্তান্তরের ব্যাপারে ইসরায়েলের সম্মতি ছিল। এতে দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়টিই আরও পরিষ্কার হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা