X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবি কানাডায়

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৭, ১৮:০৬আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:২৮

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবি কানাডায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি উঠেছে কানাডায়। দেশটির মানবাধিকার সংগঠনগুলো এবং বিরোধী রাজনীতিকরা এমন দাবি তুলছেন। সৌদি বাহিনী শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশে কানাডিয়ান অস্ত্র ব্যবহার করে তাণ্ডব চালাচ্ছে-এমন খবর প্রকাশের পরই বিষয়টি নিয়ে সোচ্চার হয় কানাডার বিভিন্ন মহল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, সাঁজোয়া যান নিয়ে কাতিফ শহরে অভিযান পরিচালনা করছে সৌদি বাহিনী। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দৃশ্যত কাতিফে ব্যবহৃত সেনাদের অস্ত্রশস্ত্রের  বেশিরভাগই কানাডায় তৈরি। আর এটা সত্য হলে তা হবে কানাডার প্রতিরক্ষা রফতানি নীতির লঙ্ঘন। কেননা এতে বলা হয়েছে, সেসব দেশে সামরিক সরঞ্জাম রফতানি করা যাবে না, যেখানে এসব ব্যবহার করে মানবিধকার লঙ্ঘনের ঝুঁকি থাকে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, কানাডিয়ান সমরাস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশ সৌদি আরব। তবে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধে মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনীতিকদের দাবির সমালোচনা করেছে অস্ত্র রফতানিক প্রতিষ্ঠানটি। জেনারেল ডায়নামিক্স নামের যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির কানাডিয়ান উইং বলছে, সৌদি আরবের সঙ্গে ১০ বছরের জন্য ১১ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। এর ফলে টরন্টোর কাছেই একটি শহরে ভালো বেতনে কয়েক হাজার মানুষের চাকরির গ্যারান্টি রয়েছে। এখন এই রফতানি বন্ধের উদ্যোগ নেওয়া হলে তারা চাকরি হারানোর ঝুঁকির মধ্যে পড়বেন।

এর আগে চলতি বছরের জুনে সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানান যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। একইসঙ্গে তিনি ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে ব্রিটিশ অস্ত্র ব্যবহারের নিন্দা জানান। জেরেমি করবিন বলেন, আমরা ইয়েমেনে সৌদি আরবের এই অস্ত্র ব্যবহারের নিন্দা জানাচ্ছি। দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানাচ্ছি। কারণ আমরা এমন চিত্র দেখতে চাই যে, আমরা ইয়েমেন শান্তি স্থাপনে আগ্রহী। ইয়েমেনে সৌদি হামলার সঙ্গে আমরা নেই। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গত পার্লামেন্টে আমরা সরকারের কাছে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানিয়েছি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। এ ইস্যুতে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

ইয়েমেনে সৌদি জোটের উপর্যুপরি বিমান হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সৌদি আরবের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র সরবরাহ স্থগিতের নির্দেশ দেন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি ওই নির্দেশ দেন। ওই বছরের অক্টোবরে ইয়েমেনের একটি জানাজায় হামলা চালিয়ে ১৪০ জনেরও বেশি বেসামরিক ইয়েমেনিকে হত্যা করে সৌদি জোট। মূলত ওই ঘটনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ওবামা প্রশাসন। ওই সময়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র নেড প্রাইস সৌদি আরবকে হুঁশিয়ার করে বলেন, মার্কিন নিরাপত্তা সহযোগিতা দেওয়ার মানে ‘ফাঁকা চেক দেওয়া নয়’। তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সৌদি রাজপরিবারের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কোন্নয়ন ঘটে। এমনকি ট্রাম্পকে ‘মুসলমানদের সত্যিকারের বন্ধু’ বলে মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে ২০১৭ সালের জুনে সৌদি সফরে দেশটির সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!