X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে বাংলাদেশিসহ যৌন নিপীড়ক চক্রের সাজা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৯ আগস্ট ২০১৭, ২২:৩৩আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:৩৭

সাজাপ্রাপ্ত অপরাধীরা যুক্তরাজ্যের একটি আদালত বাংলাদেশিসহ শিশু যৌন নিপীড়ক চক্রের ১৮ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) নিউ ক্যাসলের একটি আদালত এই রায় দেন।

যৌন নিপীড়ক চক্রের সদস্যরা মূলত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান ও তুরস্ক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। উত্তর-পূর্ব ইংল্যান্ডের নিউ ক্যাসলে ১৪ বছরের এক কিশোরীদের মাদক সেবন করিয়ে নিপীড়নের অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।

আদালত এই যৌন নিপীড়ক চক্রের বিরুদ্ধে প্রায় ১০০ ধরনের অপরাধের প্রমাণ পেয়েছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, মানবপাচার, পতিতাবৃত্তিতে বাধ্য করার ষড়যন্ত্র এবং মাদক পাচার। এসব অপরাধের সময়কাল ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত।

মোট ১৭ জন পুরুষ ও ১ জন নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা হলো— আইসা মৌসাবি, মোহাম্মদ আলী, নাসির উদ্দিন, মঞ্জুর চৌধুরী, তাহেরুল আলম, হাবিবুর রহমান, বদরুল হাসেন, কারোলান গ্যালন, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ মনি, প্রভাত নেল্লি, আব্দুল সাবে, জাহাঙ্গীর জামান, নাদিম আসলাম, মোহাম্মদ আজরাম, ইয়াসার হোসেন, রেদওয়ান সিদ্দিকী ও মহিবুর রহমান।

তদন্তে নেতৃত্ব দেন নর্থামব্রিয়া পুলিশের প্রধান কনস্টেবল স্টিভ অ্যাশম্যান। তার ভাষ্য, ‘২০১৩ সালের ডিসেম্বরে প্রাথমিক অনুসন্ধানের পর তদন্ত শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে যৌন নিপীড়নের ভয়াবহ তথ্য।’

এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘২০১৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অপারেশন স্যাংকচুয়ারি শুরু হয়। তখন আমরা প্রায় ৩০ জনকে গ্রেফতার করি। এ পর্যন্ত আমরা প্রায় ৪৬১ জনকে গ্রেফতার করেছি, ৭০৩ জন সম্ভাব্য অভিযোগকারীর সঙ্গে কথা বলেছি এবং ২৭৮ জন ভুক্তভোগী পেয়েছি। আজকের রায়ের ফলে সব মিলিয়ে আমরা ৯৩টি রায় পেয়েছি, এতে ৩০০ বছরের কারাদণ্ডের শাস্তি হয়েছে।’

আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী— ভুক্তভোগীরা ধর্ষণ, নিপীড়ন ও যৌন নিপীড়নের কথা জানিয়েছেন। তাদের মদ বা মাদক সেবন করানো হতো। অনেক সময় অচেতন অবস্থায় তাদেরকে নিপীড়ন করা হতো।

শিশুর যৌন নিপীড়নবিরোধী সংস্থা প্যারেন্টস অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের (পিএসিই) এক মুখপাত্র মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার কথায়, ‘এটি ভালো যে অপরাধীরা শেষ পর্যন্ত বিচারের আওতায় এসেছে।’

/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা