X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়াকে ‘ধুলায় মিশিয়ে দেওয়া’র পাল্টা হুমকি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ০৭:৫৪আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৮:০২

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন ঘাঁটিতে উত্তর কোরিয়ার হামলার হুমকির জবাবে এবার উত্তর কোরিয়াকে ‘ধুলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়াকে এমন সব কাজ থেকে দূরে থাকতে হবে যা তাদের সাম্রাজ্যের অবসান ঘটাবে এবং দেশটির জনগণকে ধ্বংস করবে। শুধু তাই নয়, মার্কিন বাহিনী ও এর মিত্রশক্তির সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়া বিপুল ব্যবধানে পরাজিত হবে বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের মতো সরাসরি হুঁশিয়ারি উচ্চারণের পর মুখ খুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ট্রাম্পের কড়া বক্তব্যের পর উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে প্রস্তুত। আর তারই জবাব দিলেন ম্যাটিস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও ছেড়ে কথা বলছেন না। মার্কিনিদের জন্য উত্তর কোরিয়া আপাতত কোনও হুমকি নয়— এমন নিশ্চয়তা দিয়েছেন তিনি।
বুধবার (৯ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস পিয়ংইয়ংকে তাদের সশস্ত্র কর্মকাণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘উত্তর কোরিয়া নিজেদের যেভাবে সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখছে, তাদের এই ধারা বন্ধ করতে হবে এবং তাদের পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ছাড়তে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সব ধরনের বৈশ্বিক হুমকি মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এটাও মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর সম্মিলিত সামরিক শক্তি এখন বিশ্বের যেকোনও ক্ষমতার তুলনায় আক্রমণ ও আত্মরক্ষার দিক থেকে অনেক বেশি শক্তিশালী, সুশৃঙ্খল।’ সামরিক সক্ষমতায় উত্তর কোরিয়া কখনই যুক্তরাষ্ট্র ও এর মিত্রশক্তির সামনে দাঁড়াতে পারবে না বলেও বিবৃতিতে জানিয়েছেন ম্যাটিস।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পিয়ংইয়ংকে যুক্তরাষ্ট্রের হামলার উপযোগী পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না তিনি। বুধবারেই তিনি আবার মার্কিন পারমাণবিক সক্ষমতার বড়াই করেছেন। তিনি বলেছেন, মার্কিন পারমাণবিক অস্ত্রের মজুদ এখন ‘ইতিহাসের যেকোনও সময়ের তুলনায় বেশি শক্তিশালী’। তবে তিনি এ আশাবাদও জানিয়েছে যে, ‘এই শক্তি তাকে কখনও ব্যবহার করতে হবে না’।
মার্কিন প্রেসিডেন্টের হঠাৎ করেই উত্তর কোরিয়ার ওপর চড়াও মনোভাবকে সমর্থন জানাচ্ছেন তার পররাষ্ট্রমন্ত্রী টিলারসনও। তার অভিমত, উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন কূটনীতি বোঝেন না। সে কারণেই তার জন্য ট্রাম্পের হুঁশিয়ারির মতো কঠিন কিছুর প্রয়োজন ছিল। মার্কিন জনগণকে তিনি এ-ও আশ্বস্ত করেছেন, গত কয়েকদিনের এই হুমকি-পাল্টা হুমকিতে পরিস্থিতিতে নাটকীয় কোনও বদলও আসেনি। বরং তিনি মার্কিনিদের ‘নিশ্চিন্তে ঘুমানো’র পরামর্শই দিয়েছেন।

আরও পড়ুন-

উ. কোরিয়াকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন বিমান ঘাঁটিতে হামলার কথা ভাবছে ‍উত্তর কোরিয়া

/টিআর/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা